Advertisment

Kamran Ghulam-Babar Azam: বাবরের কেরিয়ারে ধ্বংস করলেন কামরান! অভিষেকেই শতরান হাঁকিয়ে বিস্ফোরক নজির

Kamran Ghulam slams century on debut: বছর চারেক আগেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঐতিহাসিক রান তুলে সকলকে তাজ্জব বানিয়ে দিয়েছিলেন এই ব্যাটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kamran Ghulam, Babar Azam, কামরান গুলাম, বাবর আজম,

Kamran Ghulam-Babar Azam: কামরান গুলাম (বামদিকে) ও বাবর আজম (ডানদিকে)। (ছবি- টুইটার)

Pakistan vs England 2nd Test: মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট-এর প্রথম দিনে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তানের ক্রিকেটার কামরান গুলাম। ২৯ বছর বয়সি তারকা ২২৪ বলে ১১টি চার ১টি ছক্কা-সহ ১১৮ করেছেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি সেঞ্চুরি করা কামরানের এই পারফরম্যান্সের পরই নেটিজেনরা প্রাক্তন অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে সরব হয়েছেন। অফ ফর্মে থাকা বাবর, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে বাদ পড়েছেন।    

Advertisment

মঙ্গলবার মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কামরানের এই দুর্দান্ত শতরানের দৌলতে পাকিস্তান ৫ উইকেটে ২৫৯ রান করেছে। আর, তারপরই নেটিজেনরা সোশ্যাল মিডিয়া লিখেছেন, 'বাবর আজমের খেলার মান একজন গলিতে খেলা ক্রিকেটারের মত।' এটা ঠিকই যে বাবর আজম দীর্ঘদিন ফর্মে নেই। 'গত দুই বছর তিনি একটাও হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। আর, একটা ম্যাচেই কামরান গুলাম হাফ সেঞ্চুরি করে ফেললেন', এমনটাও লিখেছেন কয়েকজন নেটিজেন। দ্বিতীয় টেস্ট-এ মহম্মদ রিজওয়ান করেছেন ৩৭ রান। আর, সালমান আগা করেছেন ৫ রান। 

২০২০ সালে গুলাম পাকিস্তানে একটা মরশুমে ১,২৪৯ রান করেছিলেন। যা এক মরশুমে কোনও পাকিস্তানি ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটে করা সর্বোচ্চ রান। তারপর থেকেই গত চার বছর ধরে তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। মঙ্গলবার টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, একঘণ্টার মধ্যে তারা দুই উইকেট হারায়। উইকেট দুটি নেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। এরপর হাল ধরেন গুলাম। তিনি তৃতীয় উইকেটে সাইম আইয়ুবের সঙ্গে মিলে ১৪৯ রান করেন। সাইম আইয়ুবও এদিন তাঁর কেরিয়ারের সর্বোচ্চ ৭৭ রান করেছেন। আইয়ুবের পর গুলাম রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন। আর পঞ্চম উইকেটে আরও ৬৫ রান পাকিস্তানকে এনে দেন। 

আরও পড়ুন- শামিকে 'মিথ্যাবাদী' প্রমাণ করে ছাড়লেন রোহিত! নিজের কথা ফেরাতে বাধ্য হলেন তারকা পেসার

এই সময় অফ স্পিনার জো রুটকে বাউন্ডারি মেরে গুলাম তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি প্রথম টেস্ট-এ সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বাদশ ব্যাটসম্যানের আসনে বসলেন। ২৮০ মিনিটে সেঞ্চুরি করার পর তিনি আরও কিছু সময় মাঠে থাকেন। এরপর স্পিনার শোয়েব বশিরের বলে আউট হন। হ্যামস্ট্রিং ইনজুরি সারিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই ম্যাচে পাঁচ ওভার বল করেন। 

England Cricket Team Pakistan Cricket Team Babar Azam Kamran Ghulam
Advertisment