scorecardresearch

বড় খবর

ধোনির মতই কোটি কোটি কামানোর ধান্ধা পেলেন জাদেজা! বউকে সঙ্গে নিয়েই ঝাঁপ নয়া চ্যালেঞ্জে

নতুন দুনিয়ায় পা রাখছেন জাদেজা

ধোনির মতই কোটি কোটি কামানোর ধান্ধা পেলেন জাদেজা! বউকে সঙ্গে নিয়েই ঝাঁপ নয়া চ্যালেঞ্জে

ধোনির পথেই এগোচ্ছেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি আগেই সিনেমার জগতে প্রযোজক হিসাবে প্রবেশ করেছিলেন। এবার ফিল্মি দুনিয়ায় পা রাখছেন ধোনির জাতীয় এবং সিএসকে দলের সতীর্থ রবীন্দ্র জাদেজা। জাদেজার সঙ্গে প্রযোজনা করেছেন তাঁর স্ত্রী রিভাবা জাদেজা। জাদেজার প্রযোজনার নতুন সিনেমার নাম ‘পঁচাত্তর কা ছোড়া’।

বর্তমানে জাদেজা জাতীয় দলের সঙ্গে রয়েছেন। বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্টে নামবেন আহমেদাবাদে। তবে এর মধ্যেই সময় বের করে সংস্থার মহরত-এ হাজির ছিলেন সুপারস্টার। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে স্পেশ্যাল এই খবর ভাগ করে নেন তারকা। ধোনির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রযোজনা ব্যবসায় নামলেন তিনি।

ধোনির প্রোডাকশন হাউসের নাম ‘ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’। মাস খানেক আগেই ধোনি নিজের প্রযোজনা সংস্থার ব্যানারের প্ৰথম ছবির কথা ঘোষণা করেছেন। এদিকে, গত বছরই বলিউডি দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন শিখর ধাওয়ান। সাতরাম রামানি-র ‘ডাবল এক্স এল’-এ ক্যামিওর ভূমিকায় দেখা গিয়েছে জাতীয় দলের তারকাকে।

যাইহোক, রবীন্দ্র জাদেজার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তারপরেই ভক্তদের ভালবাসা জড়ো হতে থাকে কমেন্ট বক্সে। কার্যত সকলেরই বক্তব্যের নির্যাস, মাঠের বাইরেও প্রকৃত অলরাউন্ডার হয়ে উঠেছেন জাদেজা। সমর্থকদের একাংশের দাবি ধোনিকে নায়ক বানিয়ে সিনেমা তৈরি করুন জাদেজা। মাঠে ধামাকা মাচিয়ে দেন নিয়মিত। ছবির ব্যবসায় নাম লেখানোর আগে রাজনীতিতেও দেখা গিয়েছে জাদেজা এবং জাদেজা পত্নী রিভাবা জাদেজাকে। গুজরাট নির্বাচনে জামনগর উত্তর কেন্দ্রে জাদেজার পত্নী রিভাবা প্রার্থী হয়েছিলেন। তারকা ক্রিকেটারকে সেই সময় স্ত্রীর জন্য ভোট প্রচারেও দেখা গিয়েছিল।

যাইহোক, জাদেজার প্রযোজনা করা ছবি ‘পঁচাত্তর কি ছোড়া’-য় ৬৩ বছরের নীনা গুপ্তাকে দেখা যাবে বয়সে ১৭ বছরের ছোট রণদীপ হুডার সঙ্গে রোম্যান্স করতে। এছাড়াও ছবিতে গুলশান গ্রোভার, সঞ্জয় মিশ্রকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অভিনীত চরিত্রের বিষয়ে বলতে গিয়ে রণদীপ হুডা জানিয়েছেন, “ছবিটি রোম্যান্টিক ড্রামা। এরকম ছবি আগে কেউ দেখেননি, আমার বিশ্বাস।” বর্তমানে ছবির শ্যুটিংয়ের কাজ চলছে রাজস্থানে। ক্যামিও চরিত্রে জাদেজা এবং জাদেজার স্ত্রী দুজনকেই দেখা যাবে।

Read the full article in HINDI

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ravindra jadeja bollywood debut film production pachattar ka chora