Advertisment

অ্যান্টিগায় অনন্য় মাইলস্টোনের সামনে স্য়ার জাদেজা

এক অনন্য় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা। জাদেজা যদি অ্য়ান্টিগা টেস্টেই আট উইকেট তুলে নিতে পারেন তাহলে তিনি দশম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট স্পর্শ করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravindra Jadeja eyes major bowling landmark in India vs West Indies

অ্যান্টিগায় অনন্য় মাইলস্টোনের সামনে স্য়ার জাদেজা

আগামিকাল বিরাট কোহলির টিম ইন্ডিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের অভিযান শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

Advertisment

এই ম্য়াচে এক অনন্য় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা। জাদেজা যদি অ্য়ান্টিগা টেস্টেই আট উইকেট তুলে নিতে পারেন তাহলে তিনি দশম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট স্পর্শ করবেন। রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়বেন স্য়ার জাদেজা। ৪১টি টেস্টে ১৯২টি টেস্ট উইকেট রয়েছে জাদেজার।

আরও পড়ুন: জাদেজা-স্বপ্নার অর্জুনের মনোনয়ন, খেলরত্নে নাম দীপা মালিক-বজরং পুনিয়ার

টেস্ট বোলারদের তালিকায় এই মুহূর্তে জাদেজা রয়েছেন পাঁচে। তিনি কোহলির দলের ব্য়াটে-বলে বিশ্বস্ত যোদ্ধা। তবুও দলে সুযোগ পাওয়ার জন্য় কুলদীপের সঙ্গে তাঁর লড়াই জারি থাকবে। উইন্ডিজের বিরুদ্ধে সবুজ ঘাসের পিচেই খেলা হতে পারে। ব্য়াটসম্য়ানদের জন্য় সেভাবে সুযোগ থাকবে না। সুইং সহায়ক পিচে দু'দলই চাইবে অতিরিক্ত পেসার দিয়েই দল সাজাতে।

সদ্য়সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে ১৮ রানে হেরেই ভারতকে ক্রিকেটের শো-পিস ইভেন্টকে বিদায় জানাতে হয়েছিল। কিন্তু জাদেজার ৫৯ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। এখনও পর্যন্ত এটাই জাদেজার কেরিয়ারের সেরা ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু’ম্য়াচের টেস্ট সিরিজে কোহলির দলে রয়েছেন তিনজন স্পিনার। অশ্বিন, কুলদীপ যাদব ও জাদেজা। এই মুহূর্তে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সক্রিয় ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বেশি উইকেট আছে অশ্বিনেরই। ২০১৬ সালে প্রথম বার দ্বীপপুঞ্জের দেশে গিয়ে চার টেস্ট মিলিয়ে ১৭ উইকেট তুলে নেন অশ্বিন। ফলে এবারও তাঁর কথাও ভাববেন টিম ম্য়ানেজমেন্ট।

Ravindra Jadeja India West Indies
Advertisment