Advertisment

Ravindra Jadeja dropped: ১৫ বছর টিম ইন্ডিয়ায় খেলা সুপারস্টারকে নিমেষে ছাঁটল BCCI! বিশ্বকাপ ফাইনাল-ই হয়ে থাকল শেষ ম্যাচ

Team India ODI squad against Sri Lanka: শ্রীলঙ্কায় ভারতের ওয়ানডে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা। তবে দুজনের সঙ্গে জাদেজার 'না থাকা'র ফারাক অনেক। হার্দিক পান্ডিয়া নিজেই নির্বাচকদের কাছে ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহতির আর্জি রেখেছিলেন। অন্যদিকে, জসপ্রীত বুমরার মত অল ফরম্যাটের প্রিমিয়ার বোলারকে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India

Indian Cricket Team: বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

Ravindra Jadeja dropped from ODIs against Sri Lanka: নতুন রূপের ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। নতুন কোচ তো বটেই সেই সঙ্গে নতুন নেতৃত্ব গ্রুপও দেখা যাবে দ্বীপরাষ্ট্রের সফরে। হেড কোচ গৌতম গম্ভীরকে সহায়তা করার জন্য তৈরি থাকবেন সূর্যকুমার যাদব, শুভমান গিলরা। ২৭ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত ভারতীয় দল তিনটে করে ওয়ানডে এবং টি২০ খেলবে। সূর্যকুমার যাদব যেমন টি২০'তে নতুন নেতা ঘোষিত হয়েছেন, তেমন ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা। দুই ফরম্যাটেই জাতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল।

Advertisment

আইসিসি ট্রফি খরা ঘোচানোর মঞ্চেই টি২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন দলের তিন সিনিয়র মোস্ট তারকা- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে এখনও কোহলি-রোহিত দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করছেন। তবে ঘটনা হল, টি২০তে অবসর ঘোষণার সঙ্গেই সম্ভবত শেষ সীমিত ওভারের ম্যাচ খেলে ফেলেছেন রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে অবসর না নিলেও তাঁকে আর চাইছে না টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কায় ভারতের ওয়ানডে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা। তবে দুজনের সঙ্গে জাদেজার 'না থাকা'র ফারাক অনেক। হার্দিক পান্ডিয়া নিজেই নির্বাচকদের কাছে ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহতির আর্জি রেখেছিলেন। অন্যদিকে, জসপ্রীত বুমরার মত অল ফরম্যাটের প্রিমিয়ার বোলারকে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে বিসিসিআই। এমনকি রোহিত-কোহলিও ছুটির আর্জি জানিয়েছিলেন। তবে গম্ভীর দুজনকেই ওয়ানডে স্কোয়াডে থাকার অনুরোধ করেছিলেন। তাতে সাড়া দিয়েছেন দুই মহারথী।

জাদেজা কিন্তু স্রেফ বাদ পড়ে গিয়েছেন। নির্বাচকদের ফোকাসে আপাতত শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই তরুণ দুই স্পিনার-অলরাউন্ডারের ওপর ভরসা রাখছেন নির্বাচকরা। অক্ষর প্যাটেল ইতিমধ্যেই সীমিত ওভারের ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন। টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন। এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মার আস্থা অর্জন করে নিয়েছেন সীমিত যে সুযোগ পেয়েছেন। এতটাই যে গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষর প্যাটেলকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠাতেও দ্বিধা করেননি। ফ্লোটার হিসাবে ব্যবহার করার অপশন থাকছে অক্ষরের অন্তর্ভুক্তিতে।

রোহিতের মত তথ্য-পরিসংখ্যানে বেশি বিশ্বাস করেন গৌতম গম্ভীর। সেখানেই দেখা যাচ্ছে অক্ষর প্যাটেল আগামীর তারকা হিসাবে ফুরিয়ে যাওয়া রবীন্দ্র জাদেজার থেকে বেশি গ্রহণযোগ্য।

ব্যাক আপ হিসাবে ওয়াশিংটন সুন্দরও টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকারের তালিকায়। তিনি খেললে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আরও নমনীয় হয়ে ওঠার সুযোগ থাকে।

এমনিতে রবীন্দ্র জাদেজা কয়েক মাস আগেও ভারতের হয়ে তিন ফরম্যাটে অটোমেটিক চয়েস ছিলেন। ওয়ানডে এবং টি২০ ওকে বছরের মধ্যে দুই মেগা ইভেন্টে টিম ইন্ডিয়ার হয়ে সমস্ত ম্যাচ খেলেছেন তারকা অলরাউন্ডার।

২০১৯ বিশ্বকাপের পর থেকে জাদেজা ৪৪ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার হয়ে। এর মধ্যে ৪০ গড়ে ৮৪ স্ট্রাইক রেটে ৬৪৪ রান করার পাশাপাশি ৪৪ উইকেট-ও নিয়েছেন। বোলিং গড় এবং ইকোনকি যথেষ্ট প্রভাব ফেলার মত, যথাক্রমে ৩৭ এবং ৪.৯। সেই সঙ্গে অনবদ্য ফিল্ডিং তো রয়েইছে।

হিন্দুস্তান টাইমস-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "জাদেজার পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনও সমস্যা নেই। আসলে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য দল তৈরির পথে হাঁটতে চাইছে।"

জাদেজার জন্য টিম ইন্ডিয়ার রাস্তা যে আপাতত বন্ধ, এমনটা নয়। জাদেজা এখনও টেস্টের অপরিহার্য সদস্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের বর্তমান সাইকেলে এখনও দলের অটোমেটিক বাছাই তিনি।

তবে সীমিত ওভারের ফরম্যাটে টি২০ বিশ্বকাপের ফাইনাল যদি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকে, অবাক হওয়ার কিছু থাকবে না।

Team India Indian Team Ravindra Jadeja BCCI Indian Cricket Team
Advertisment