scorecardresearch

রাহানেকে ছেঁটেই ফেলা হল, ‘শাস্তি’ জুটল রাহুলেরও! বড় আপডেট দিল বোর্ড

রবিবার রাতের দিকেই বড় আপডেট দিয়ে দিল বিসিসিআই

রাহানেকে ছেঁটেই ফেলা হল, ‘শাস্তি’ জুটল রাহুলেরও! বড় আপডেট দিল বোর্ড

BCCI central contracts: জাতীয় দল থেকে আগেই বাদ পড়েছিলেন। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন অজিঙ্কা রাহানে। রবিবার রাতে বোর্ডের তরফে ২৭ জনের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম ঘোষণা করে দেওয়া হল। সেখানে রাখা হয়নি অজিঙ্কা রাহানেকে।

খারাপ ফর্মের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে কেএল রাহুলকে। জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলেও নিজের জায়গা পাকা করতে পারেননি দক্ষিণী তারকা। অস্ট্রেলিয়া সিরিজে প্ৰথম দুই টেস্টের পরেই বাদ পড়েছিলেন। কেড়ে নেওয়া হয়েছিল সহ-অধিনায়কত্বও। ওয়ানডেতে মুম্বইয়ে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিলেও বাকি দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তাঁর পারফরম্যান্সেরই প্রতিফলন ঘটল কেন্দ্রীয় চুক্তিতে।

এ প্লাস ক্যাটাগরিতে এবার জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরা, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের সঙ্গে রাখা হয়েছে তাঁকে। বহুদিন পর জাতীয় দলে ফিরেই বর্ডার গাভাসকার সিরিজে ম্যাজিক দেখিয়েছেন। ব্যাটে-বলে নিজেকে মেলে ধরেছেন। তিন ফরম্যাটেই এই মুহূর্তে তিনি অপরিহার্য তারকা। তাই সরাসরি বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে প্রমোশন ঘটিয়ে দিল জাদেজার। জায়গা না পাওয়াদের তালিকায় রয়েছেন উমরান মালিক, দীপক চাহার, ঈশান্ত শর্মা, হনুমা বিহারি, মায়াঙ্ক আগারওয়াল, ভুবনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহাদের মত তারকারা। কেন্দ্রীয় চুক্তিতে প্ৰথমবার জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: ডিভোর্স কেস শেষ হয়নি, ফের বিয়ে করতে পারেন! আয়েশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিষ্ফোরক ধাওয়ান

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি

এ প্লাস ক্যাটাগরি (বার্ষিক ৭ কোটি): বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা

এ ক্যাটাগরি (বার্ষিক ৫ কোটি): রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্থ

বি ক্যাটাগরি (বার্ষিক ৩ কোটি): চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল

সি ক্যাটাগরি (বার্ষিক ১ কোটি): উমেশ যাদব, শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, দীপক হুডা, আর্শদীপ সিং, শার্দূল ঠাকুর, ঈশান কিষান, জুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, কেএস ভরত

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ravindra jadeja promoted to bcci central a contracts kl rahul demoted no place for ajinkya rahane