/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Ravindra_Jadeja.jpeg)
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স। তার জেরেই এবার আইসিসি টেস্ট ক্রমতালিকায় একনম্বরে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। তিনিই এখন বিশ্বের একনম্বর টেস্ট অলরাউন্ডার। শীর্ষস্থান থেকে জাদেজা সরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে।
ব্যাটে-বলে মোহালিতে কোহলির শততম টেস্টে অতিমানবীয় পারফরম্যান্স মেলে ধরেছিলেন জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ করার পরে বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন তারকা। যথারীতি ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: রায়না নয়, রয়ের বদলে এই সুপারস্টারকে নেওয়ার পথে হার্দিকের টাইটান্স
জাদেজার ১৭৫-বলে ভর করে ভারত স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ ৫৭৪/৮ তুলেছিল। তারপরে স্যারের দুরন্ত বোলিংয়ে ভারত লঙ্কানদের প্ৰথম ইনিংসে ১৭৪ রানে অলআউট করে দেয়। দ্বিতীয় ইনিংসে জাদেজা আবার ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।
Jadeja reaches the summit 👑
Kohli, Pant move up ⬆️
Some big movements in the latest update to the @MRFWorldwide ICC Men's Test Player rankings 📈
Details 👉 https://t.co/BjiD5Avxhkpic.twitter.com/U4dfnrmLmE— ICC (@ICC) March 9, 2022
ব্যাটিং অর্ডারে ৭ বা তার নিচে ব্যাট করতে নেমে জাদেজার ব্যক্তিগত স্কোরই ভারতীয়দের মধ্যে সেরা। ভেঙে দিয়েছেন কপিল দেবের কয়েক দশকের পুরোনো রেকর্ড। ক্যারিবীয় হোল্ডার আপাতত দ্বিতীয় স্থানে নেমে গেলেন। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তিন নম্বরে।
এদিকে, সদ্য ১০০তম টেস্ট খেলা বিরাট কোহলি ব্যাটিংয়ের ক্রমপর্যায়ে সেরা পাঁচের মধ্যে প্রত্যাবর্তন করেছেন। ঋষভ পন্থ মারকাটারি ৯৬ রানের দৌলতে ব্যাটসম্যানদের সেরা ১০-এর তালিকায় জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: KKR-ই হয়ত এবার IPL চ্যাম্পিয়ন! পাঁচ কারণে নাইটদের শিরোপা জেতা সময়ের অপেক্ষা, জানুন
ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলীয় তারকা মার্নাস লাবুশানে। ৯৩৬ রেটিং পয়েন্টে লাবুশানে সর্বকালীন সেরাদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন। লাবুশানের থেকে বেশি পয়েন্ট অর্জনকারীদের মধ্যে রয়েছেন রিকি পন্টিং, স্টিভ স্মিথ, ডন ব্র্যাডম্যানদের মত মহাতারকা।
বোলারদের ক্রমতালিকায় একাধিক বদল ঘটেছে। নীল ওয়াগনার এবং জস হ্যাজেলউড আট এবং নয় নম্বরে স্থান বিনিময় করেছেন।