/indian-express-bangla/media/media_files/2025/02/13/3zUc5g3x9UR69EXmjVPC.jpg)
RCB-Rajat Patidar: আরসিবি আইপিএল ২০২৫-এ রজত পাতিদারকে অধিনায়ক মনোনীত করেছে। (ছবি- বিসিসিআই)
RCB Captain Rajat Patidar: মধ্যপ্রদেশের ব্যাটসম্যান রজত পাতিদারকে ২০২৫ সালের আইপিএলে অধিনায়ক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাফ ডু প্লেসিস গত বছর পর্যন্ত আরসিবির অধিনায়ক ছিলেন। প্লেসিসের জমানায় আরসিবি দু'বার আইপিএল প্লে অফ পর্বে উঠেছিল। বৃহস্পতিবার সেই প্লেসিসকে সরিয়েই ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়ক হলেন মধ্যপ্রদেশের ব্যাটসম্যান পাতিদার। আদতে ইন্দোরের ছেলে এই ব্যাটার ২০২১ সালে আরসিবির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু, সেবছরের শেষের দিকে তাঁকে আর ধরে রাখা হয়নি। এরপর তিনি নভনিথ সিসোদিয়ার বদলি হিসেবে ২০২২ সালের মাঝামাঝি সময়ে আরসিবিতে চান্স পান।
২০২২ সালে আটটি ম্যাচে, পাতিদার ৩৩৩ রান করেন। তার মধ্যে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল এলিমিনেটরের ম্যাচে ৫৪ বলে অপরাজিত ১১২ রান করেছিলেন। পরে অ্যাকিলিস হিলের ইনজুরির কারণে পাতিদার ২০২৩ মরশুমে খেলতে পারেননি। কিন্তু, আরসিবি তাঁকে ছাড়েনি। ২০২৪ সালে, পাতিদার আরসিবির হয়ে দুর্দান্ত খেলেন। ১৫ ম্যাচে ৩৩টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৩৯৫ রান করেছেন।
২০২৪ সালের নভেম্বরে আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (২১ কোটি টাকা) এবং যশ দয়ালের (৫ কোটি টাকা) সঙ্গে ১১ কোটি টাকায় রজত পাতিদারকেও ধরে রেখেছিল আরসিবি। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে পাতিদার হলেন আরসিবির অষ্টম অধিনায়ক- রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কেভিন পিটারসেন, ড্যানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসিসের পরে তিনিই এবার আরসিবির অধিনায়কত্ব করবেন।
The next captain of RCB is…
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
Many greats of the game have carved a rich captaincy heritage for RCB, and it’s now time for this focused, fearless and fierce competitor to lead us to glory! This calmness under pressure and ability to take on challenges, as he’s shown us in the… pic.twitter.com/rPY2AdG1p5
পাতিদার এবার দুর্দান্ত ফর্মে আছেন। সম্প্রতি মধ্যপ্রদেশকে সৈয়দ মুশতাক আলি ট্রফি (২০২৪-২৫)-তে ফাইনালে তুলেছেন। ফাইনালে চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে হেরে গিয়েছে মধ্যপ্রদেশ। পাতিদার নয়টি ম্যাচে পাঁচটি অর্ধশতক-সহ এই টুর্নামেন্টে মোট ৪২৮ রান করেছেন। তবে পাতিদার জাতীয় দলের হয়ে খুব একটা ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলেননি। একমাত্র ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে।
আরও পড়ুন- ভ্যালেন্টাইন্স ডে উইকের উপহার, গিলের সেঞ্চুরি?
তিনি বরং টি২০ স্পেশালিস্ট হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন। সামগ্রিকভাবে, ৭৫টি টি-টোয়েন্টিতে ২,৪৬৩ রান করেছেন, যার গড় ৩৮.৪৮ এবং স্ট্রাইক রেট ১৫৮.১৮। আর, সেসব কথা মাথায় রেখে এই ব্যাটারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব চাপিয়ে দিল আরসিবি। শোনা যাচ্ছিল যে এবার বিরাট কোহলি আরসিবির অধিনায়ক হতে পারেন। কিন্তু, পরে জানা গিয়েছে যে কোহলি অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হননি। তাঁর সঙ্গে পরামর্শ করেই আরসিবি কর্তারা পাতিদারকে দলের অধিনায়ক করলেন।