Valentine's Day-Shubman Gill: ভ্যালেন্টাইন্স ডে উইকের উপহার, গিলের সেঞ্চুরি?

Shubman Gill in Narendra Modi Stadium in Ahmedabad: শুভমান গিলের সেঞ্চুরির ওপর ভর দিয়েই বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট টার্গেট খাড়া করেছিল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shubman Gill-Ahmedabad against England: বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর ৭ম একদিনের সেঞ্চুরি করেছেন শুভমান গিল

Shubman Gill-Ahmedabad against England: বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর ৭ম একদিনের সেঞ্চুরি করেছেন শুভমান গিল। (ছবি- বিসিসিআই)

Shubman Gill hits 7th ODI hundred: আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ম ওয়ানডে সেঞ্চুরি করলেন শুভমান গিল। পাশাপাশি ২,৫০০ রান পূর্ণ করলেন এই ব্যাটসম্যান। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে গিল সেঞ্চুরি করেন। ৯৫ বলে তিনি এদিন ১০০ রান করেন। ২৫ বছর বয়সি এই ক্রিকেটার ওয়ান ডে-তে দ্রুততম ব্যাটার হিসেবে ২,৫০০ রান করলেন। তিনি নিজের ৫০তম ম্যাচে এই সীমা অতিক্রম করলেন। এর আগে এই রেকর্ড ছিল হাশিম আমলার। তিনি ৫১টি ওডিআইয়ে ২,৫০০ রান করেছিলেন। এদিনের সেঞ্চুরির পর সব ফরম্যাট মিলিয়ে গিল মোট ১৩১টি ইনিংস খেললেন। আর, মোট ৫,০০০ আন্তর্জাতিক রানও করে ফেললেন। সব মিলিয়ে এদিন গিল তাঁর এই সেঞ্চুরির মাধ্যমে মোট ৫টি বিশ্বরেকর্ড গড়লেন।

Advertisment

বুধবার শুভমান গিলের ৫ বিশ্বরেকর্ড

বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০০ রানের সীমা টপকালেন। একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে নিজের ৫০টি ম্যাচে ৭টি সেঞ্চুরি করলেন।
নিজের ৫০তম একদিনের ম্যাচে সেঞ্চুরি করার নজির গড়লেন। সব ফরম্যাটের ক্রিকেটেই একই মাঠে সেঞ্চুরি করলেন।

সিরিজের প্রথম দুটি ম্যাচে গিল করেছিলেন ৮৭ এবং ৬০ রান। বুধবারই আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে গিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। আহমেদাবাদে ব্যাটিংয়ে গিলের রেকর্ড বরাবরই ভালো। এখানে তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রান করেছিলেন। সেটাই তাঁর সর্বোচ্চ টি-২০ স্কোর। সেবছরই মার্চে এই মাঠেই তাঁর পরবর্তী ম্যাচে, গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৫১ বলে ১২৮ রান করেছিলেন। এই মাঠে গুজরাট টাইটানস অধিনায়কের গড় ৯ ইনিংসে প্রায় ৮০। জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামের পরে আহমেদাবাদই দ্বিতীয় ভেন্যু যেখানে তাঁর ৪০০-র বেশি রান আছে। 

Advertisment

দ্রুততম ২৫০০ ওয়ানডে রানের মালিক

  • ৫০ ইনিংস - শুভমান গিল
  • ৫১ ইনিংস - হাশিম আমলা
  • ৫২ ইনিংস - ইমাম-উল হক
  • ৫৬ ইনিংস - ভিভিয়ান রিচার্ডস
  • ৫৬ ইনিংস - জোনাথন ট্রট

আরও পড়ুন- শুভমানের দুর্দান্ত সেঞ্চুরি, সিরিজের ৩য় ম্যাচে ১৪২ রানে জয়ী ভারত, দেখুন টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস

গিল এদিন সেঞ্চুরি করার পর শুরু হয়েছে অন্য জল্পনাও। সামনেই বিশ্ব প্রেমদিবস ভ্যালেন্টাইন্স ডে। তার আগে কি শুভমান এই সেঞ্চুরি তাঁর প্রেমিকাকে উপহার দিলেন? এই প্রশ্নও এখন নেটিজেনদের মধ্যে ঘুরপাক খাচ্ছে? শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলের ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে বিভিন্নজনের দাবি। সেই সারাকে ভালোবাসার উপহার দিতেই কি গিলের এদিনের সেঞ্চুরি? এই প্রশ্নও ঘুরপাক খেয়েছে দর্শকদের একাংশের মনে।

গিল এবং সারা অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি। কিন্তু, নেটিজেনদের দাবি, গিলের খেলা দেখতে সারা তেন্ডুলকর বিভিন্ন সময় মাঠে ছুটে গিয়েছেন। যদিও নেটিজেনদের একাংশের মত যে সারা তেন্ডুলকর নিজের নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর, গিলেরও অন্য বান্ধবী রয়েছে। যাঁদের সঙ্গে তিনি আনন্দের সময় কাটিয়েছেন। তবে, কাকতালীয় হোক বা সত্যি, গিলের এই সেঞ্চুরির দিন আর ভ্যালেন্টাইন্স ডে যে খুব কাছাকাছি, সেকথা অস্বীকারের উপায় নেই।

cricket Cricket News Indian Cricket Team Shubman Gill England Cricket Team valentines-day