/indian-express-bangla/media/media_files/2025/07/01/rcb-yash-dayal-2025-07-01-15-43-22.jpg)
RCB Yash Dayal: ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের সমস্যা থামার নামই নিচ্ছে না
Yash Dayal instagram chat with girl goes viral: ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের (Yash Dayal) সমস্যা থামার নামই নিচ্ছে না। এবার আরও বড় বিপাকে জড়ালেন আরসিবি (RCB) তারকা। গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকার এক যুবতী এবার সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা যশকে তোপ দেগেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি যশের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন। এরই মধ্যে দু’জনের অনলাইন চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়েছে, যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত যাচাই করেনি।
ওই যুবতী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমি তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যেভাবে তুমি আমার মতো মেয়েদের ভুল পথে চালাচ্ছ, তা সবার চোখ খুলে দেওয়ার মতো। আশা করি তোমার পরিবার তোমাকে বিশ্বস্ততা আর সততার মানে শেখাবে। এটাই আসল সাফল্য নয়। সত্যিকারের সাফল্য সম্পর্কের মধ্যে স্বচ্ছতা, সততা আর পবিত্রতা নিয়ে আসে। মেয়েদের ‘ব্যবহার করো আর ফেলে দাও’ নীতি নয়। আমি আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু এখন আমি আর গভীরে যেতে চাই না। আমি নিজের মধ্যে ডুব দিতে চাই। আমি কর্মে বিশ্বাস করি, তাই তোমার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, তোমার মতো মানুষকে শুধু কর্মের ওপর ছেড়ে দেওয়া যায় না, কারণ তোমার মধ্যে ঈশ্বরের ভয়ই নেই।’’
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/01/yash-dayal-post-2025-07-01-15-38-07.jpg)
যশ লিগ্যাল নোটিসেরও জবাব দিচ্ছেন না
ওই যুবতী গত সপ্তাহে মুখ্যমন্ত্রী পোর্টালে যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ দায়ের করেছিলেন। নিজেকে যশের পাঁচ বছরের প্রেমিকা বলে দাবি করে ওই অভিযোগকারিণী জানিয়েছেন, যশ এখনও পর্যন্ত লিগ্যাল নোটিসের কোনও উত্তর দেননি এবং সামনাসামনি এসে তাঁর প্রশ্নগুলিরও মুখোমুখি হননি।
আরও পড়ুন RCB পেসারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! দায়ের FIR, তদন্তে মুখ্যমন্ত্রী
ভাইরাল যশ ও যুবতীর একাধিক ছবি
সোশ্যাল মিডিয়ায় যশ দয়াল ও ওই যুবতীর একাধিক ছবি ভাইরাল হয়েছে। যখন গুজরাট টাইটানস ২০২২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও ওই যুবতী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। জয়ের পর যশ দয়াল-সহ একাধিক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে।
আরসিবির IPL 2025 চ্যাম্পিয়ন দলের সদস্য
ফাস্ট বোলার যশ দয়াল বাছাই করা খেলোয়াড়ের একজন, যাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মেগা নিলামের আগে রিটেন করেছিল। আরসিবি ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে, কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করতে যশ দয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে তিনি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ট্রফিও জিতেছেন।