/indian-express-bangla/media/media_files/2025/06/28/rcb-bowler-yash-dayal-2025-06-28-20-51-24.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেস বোলার যশ দয়াল
Yash Dayal Controversy: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) পেস তারকা যশ দয়াল বড়সড় বিপাকে পড়েছেন। সূত্রের খবর, উত্তর প্রদেশের এক মহিলা নাকি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মহিলা জানিয়েছেন, তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে। এই অভিযোগ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দফতরে গিয়েছে। ওই মহিলা আর্জি জানিয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা যেন এই ঘটনার তদন্ত করেন।
ওই মহিলা দাবি করেছেন, গত ৫ বছর ধরে যশ দয়াল নাকি তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। FIR-য়ে বলা হয়েছে, আরসিবি ক্রিকেটার নাকি তাঁর উপর শারীরিক, মানসিক এবং আর্থিক অত্যাচার চালাতেন। এমনকী, তাঁকে নাকি মারধরও করতেন। পাশাপাশি ওই মহিলার অভিযোগ, তাঁর পাশাপাশি আরও বেশ কয়েকজন মহিলার সঙ্গে নাকি যশ দয়ালের সম্পর্ক ছিল।
যাবতীয় প্রমাণ রয়েছে, দাবি নির্যাতিতার
FIR-য়ে আরও লেখা হয়েছে যে ২০২৫ সালের ১৪ জুন মহিলা হেল্পলাইন নম্বর ১৮১-তে ফোন করে অভিযোগ জানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, থানা থেকে সেই প্রক্রিয়া আর বেশিদুর এগোয়নি। এরপর নির্যাতিতা সোজা মুখ্যমন্ত্রীর দফতরে সুবিচারের আশায় কড়া নাড়েন। তিনি দাবি করেছেন, যাবতীয় অভিযোগের সম্পূর্ণ প্রমাণাদি তাঁর কাছে রয়েছে। এই ঘটনা সংক্রান্ত যাবতীয় চ্যাট, স্ক্রিনশট এবং ভিডিও কলের রেকর্ডিং তাঁর কাছে রয়েছে। তাঁর দাবি, যত দ্রুত সম্ভব যশ দয়ালকে যেন শাস্তি দেওয়া হয়।
খেতাবজয়ী দলের সদস্য
২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সুবাদে তারাই চ্যাম্পিয়ন হয়। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশ দয়াল। বল হাতে তিনি আরসিবি-কে জেতাতে সাহায্য করেছিলেন। ফাইনাল ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধেও তিনি একটি উইকেট শিকার করেন। এই মরশুমে তিনি ১৫ ম্য়াচে মোট ১৩ উইকেট শিকার করেছেন।