Team India ex cricketer Siddharth Kaul retirement: তিনি ভারতীয় দলের প্রাক্তন পেসার। বিরাট কোহলির সঙ্গে বিশ্বকাপ জিতেছেন। এমএস ধোনির থেকে প্রথম ক্যাপ হাতে নিয়েছেন। সেই পেসার এবার মনোনিবেশ করলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র কাজে। এমনিতে ক্রিকেটের পাশাপাশি পেশাদার ক্রিকেটারদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিন্ন অর্থ রোজগারের ব্যবস্থা রাখতেই হয়। সকলেই যে আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন বা বিপুল অর্থ রোজগার করছেন, তেমনটাও নয়। সবচেয়ে বড় কথা, সব ক্রিকেটারদের ক্রিকেটজীবন দীর্ঘস্থায়ী হয় না। ভারতীয় ক্রিকেটের কিছু নামী তারকা- যেমন এমএস ধোনি, যুজবেন্দ্র চাহাল, হরভজন সিং ও শচীন তেন্ডুলকর বিভিন্ন সরকারি পদে রয়েছেন। এটা তাঁদের ভবিষ্যৎ রক্ষায় বিশেষ কাজে দেবে।
এই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ কৌলও। অভিজ্ঞ পঞ্জাবি পেসার সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর যোগ দিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চণ্ডীগড়ের সেক্টর-১৭ শাখায়। কৌল ২০১৭ সাল থেকে এসবিআইয়ে ছিলেন। তার টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে ২০২০ সালে তিনি পদোন্নতিও পান। এখন তাঁর ক্রিকেট কেরিয়ার আর আগের মত সচল নয়। কৌলের কাছে তাই অফিস যাওয়ার মত হাতে অনেক সময় থাকছে।
১৭ বছরের কেরিয়ারে ৮৮টি প্রথম-শ্রেণির ম্যাচে ২৯৭টি উইকেট নিয়েছেন কৌল। ভারতের ঘরোয়া সার্কিটে পঞ্জাবের হয়ে তিনি দুর্দান্ত খেলেছেন। সম্প্রতি ২০২৩-২৪ সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও কৌল দুর্দান্ত ফর্মে ছিলেন। পঞ্জাবের হয়ে তিনি এই ট্রফিতে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন। আর, তাঁর দৌলতে পঞ্জাব প্রথমবার এই ট্রফিও জিতেছে। তিনি এ তালিকাভুক্ত এবং টি২০ ক্রিকেটে সমানভাবে ভালো খেলেছেন। এ তালিকাভুক্ত ১৮৮টি ম্যাচে তিনি ১৯৯টি উইকেট নিয়েছেন। আর, ১৪৫টি টি২০ ম্যাচে ১৮২টি উইকেট নিয়েছেন।
বছর ৩৪-এর কৌল চাইলে আরও ২-৩ বছর অনায়াসে খেলতে পারতেন। কিন্তু, প্রাক্তন ভারতীয় পেসার মনে করেন যে, তিনি যা পেয়েছেন, সেটাই যথেষ্ট। কৌল ১৬ বছর আগে ২০০৮ সালে লাইমলাইটে এসেছিলেন। মালয়েশিয়ায় বিরাট কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। ১০ উইকেট নিয়েছিলেন। তবে সিনিয়র জাতীয় দলে ঢুকতে তাঁকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত অবশ্য তাঁর কাছে সেই সুযোগ আসে। আর, কৌল এমএস ধোনির নেতৃত্বে জাতীয় দলে সুযোগ পান। মালাহাইড, ডাবলিন-এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে তাঁর অভিষেক হয়। কিন্তু, জাতীয় দলে কৌলের কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। জুলাই ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯-এর মধ্যে তিনি ভারতের হয়ে তিনি ৩টি টি২০ আর ওইসংখ্যকই একদিনের ম্যাচ খেলেছিলেন। তবে, কউলের আসল পরীক্ষা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেখানে তিনি দুটি ওয়ানডে ম্যাচে খেললেও উইকেট পাননি।
Office Time♠️ pic.twitter.com/Nyas93H6Ya
— Siddharthh Kaul (@iamsidkaul) December 3, 2024
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন কৌল। তিনি ২০১৭ সালে ১৬ উইকেট নিয়েছিলেন। পরের বছর নিয়েছিলেন ২১ উইকেট। এছাড়াও আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। আইপিএলে ৫১ ম্যাচে ৫৮টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ২৯ রানে নিয়েছেন ৪ উইকেট। সেটাই তাঁর আইপিএলের কোনও ম্যাচে সবচেয়ে ভালো পারফরম্যান্স। স্টিভ স্মিথ এবং ধোনির উইকেটও নিয়েছেন কৌল। এসবিআইয়ের হয়ে তিনি তাদের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন।
আরও পড়ুন- ভারতে আসবে না পাকিস্তানও! পাক দলের নয়া আর্জিতে বিরাট দোটানায় BCCI! ঝুলে বড় টুর্নামেন্টের ভাগ্য
কৌল সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি ক্রিকেট পুরোপুরি ছেড়ে দিচ্ছি না। আমি এখনও অনায়াসে ৩-৪ বছর ক্রিকেট খেলতে পারি। আমি যখন ফিটনেসের তুঙ্গে ছিলাম, ভালো পারফরম্যান্স করেছি। আমি আরও উন্নতি করতে চেয়েছিলাম। কিন্তু, সেটা পারিনি। তবে, যদি গত ৯-১০ বছরের গ্রাফ দেখা যায়, তবে আমি কিন্তু সব ফরম্যাটেই ভালো খেলেছি। তাই আমি মনে করি, এটাই এগিয়ে যাওয়ার সেরা সময়। কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে ১৩ উইকেট নিয়েছি। লিজেন্ডস লিগ, এমএলসিতেও খেলার চেষ্টা করছি।'