RCB Sign Zimbabwe’s Blessing Muzarabani: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) লুঙ্গি এনগিডির পরিবর্তে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। এনগিডি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে যোগ দিতে ২৬ মে IPL ছাড়ছেন। সোমবার আইপিএলের তরফে একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “মুজারাবানি, যিনি জিম্বাবোয়ের হয়ে খেলেন, তিনি এখন পর্যন্ত ৭০টি টি-২০ ম্যাচে ৭৮টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ১২টি টেস্ট এবং ৫৫টি ওয়ানডে খেলেছেন। তিনি RCB-তে ৭৫ লক্ষ টাকার চুক্তিতে যোগ দেবেন।”
জশ হ্যাজেলউডের কাঁধের চোট এবং এনগিডির বিদায়ের কারণে, RCB এখন পেস বোলারদের সংকটে পড়েছে। এমন অবস্থায় মুজারাবানি আসায় আরসিবি-কে কিছুটা স্বস্তি দেবে।
RCB তাদের অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেলে লিখেছে, “৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ২৮ বছর বয়সী জিম্বাবোয়ান স্পিডস্টার ব্লেসিং মুজারাবানি, লুঙ্গি এনগিডির পরিবর্তে অস্থায়ীভাবে RCB-তে যুক্ত হচ্ছেন। এনগিডি ২৬ তারিখ পর্যন্ত আমাদের পরবর্তী হোম ম্যাচে থাকবেন।”
আরও পড়ুন ডেবিউ ম্যাচে আউট হয়ে কেঁদে-কেটে একসা! কী হয়েছিল সেদিন? ফাঁস করলেন বৈভব
মুজারাবানি বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২২ থেকে ২৫ মে পর্যন্ত চারদিনের টেস্ট খেলছেন। এরপর তিনি ভারতে এসে RCB-র সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, IPL 2025 ফাইনাল ৩ জুন নির্ধারিত, আর ঠিক ওই দিনই জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার একটি ওয়ার্ম-আপ ম্যাচ রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির অংশ।
RCB তাদের সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে মুজারাবানির ৬ উইকেট নেওয়ার একটি ভিডিও পোস্ট করে লিখেছে, “তিনি লম্বা, তিনি বিপজ্জনক, আর তাঁর বাউন্সে প্রতিপক্ষ টালমাটাল, এটা তো কেবল শুরু!”
RCB ইতিমধ্যেই IPL 2025-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে। তারা ১২ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে এবং লিগ পর্বে তাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। আরসিবি এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়, তবে এবার সেই ইতিহাস বদলাতে চায় তারা।