Karnataka govt report on RCB Victory Day Stampede: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয় মিছিলের সময় ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের (RCB Victory Parade Stampede) ঘটনায় বৃহস্পতিবার কর্ণাটক সরকারের তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী করা হয়েছে RCB ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (KSCA), ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ এন্টারটেইনমেন্ট এবং বেঙ্গালুরু পুলিশকে। এ ঘটনায় ১১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন।
বিচারপতি জন মাইকেল ডি’কুন্হার নেতৃত্বাধীন এক সদস্যের তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী, আয়োজকরা জানতেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবু অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয়। এই সিদ্ধান্তকে “চূড়ান্ত গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা” বলে উল্লেখ করেছে রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে এই রিপোর্ট গ্রহণ করা হয় এবং এরপর RCB ও KSCA-র বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার দিন, ৪ জুন, বেঙ্গালুরুর বিধান সৌধে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল RCB দলের জন্য। এই অনুষ্ঠান ও চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের জমায়েতের মধ্যে দূরত্ব ছিল এক কিলোমিটারেরও কম। হাজার হাজার সমর্থক এক ঝলক কোহলি (Virat Kohli) ও তাঁর দলের তারকাদের দেখার আশায় জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড় এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির জেরে দুপুর ৩:২৫ নাগাদ মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে।
আরও পড়ুন বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে RCB-ই দায়ী, 'পুলিশ কোনও জাদুকর নয়', তোপ ট্রাইব্যুনালের
সরকারি তরফে আদালতে জানানো হয়েছে, বিজয় মিছিলের সময় পুলিশ কার্যত “RCB-র দাস” হিসেবে কাজ করেছেন। এ কারণে সিনিয়র আইপিএস অফিসার বিকাশ কুমার-সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতে রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী পি এস রাজগোপাল বলেন, “RCB চ্যাম্পিয়ন হওয়ার আগে থেকেই পুলিশকে জয় উদ্যাপনের প্রস্তাব দিয়ে রেখেছিল।”
এই রিপোর্টের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রিপোর্ট পাওয়ার পরই পদক্ষেপের ইঙ্গিত দেন।
এই মর্মান্তিক ঘটনার পিছনে দায়িত্বহীনতার যে ছবি উঠে এসেছে, তাতে ক্রীড়াপ্রেমী মহলে নিন্দার ঝড় উঠেছে। সমর্থকদের জীবনের মূল্য, নিরাপত্তার দায়িত্ব ও জনপ্রিয়তার মোহে অন্ধ হয়ে না যাওয়ার বার্তা দিল এই দুর্ঘটনা।