RCB vs GT Weather and Pitch Report: আইপিএল ২০২৫-এর ১৪তম ম্যাচ, কেমন পিচে মুখোমুখি হবে গুজরাট-বেঙ্গালুরু?

Get the latest weather and pitch report for the RCB vs GT IPL 2025 match at M. Chinnaswamy Stadium, Bengaluru. Find out if rain will affect the game and what to expect from the pitch. বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচে কেমন প্রভাব ফেলতে পারে আবহাওয়া ও পিচ, জেনে নিন বিস্তারিত।

Get the latest weather and pitch report for the RCB vs GT IPL 2025 match at M. Chinnaswamy Stadium, Bengaluru. Find out if rain will affect the game and what to expect from the pitch. বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচে কেমন প্রভাব ফেলতে পারে আবহাওয়া ও পিচ, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB

RCB: ঘরের মাঠে খেলতে নামবেন কোহলিরা। (ছবি- আইপিএল)

RCB vs GT: Bengaluru Pitch and Weather Report for IPL 2025 Match 14: বুধবার আইপিএল ২০২৫-এর ১৪তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের (GT)। ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ২ এপ্রিল। উভয় দলই আগের ম্যাচে জেতায় এই ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া চেষ্টা চালাবে।

Advertisment

আবহাওয়া পূর্বাভাস:

RCB বনাম GT ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। উলটে তাঁরা জানিয়েছেন, ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ, বেশ গরম পড়বে। সঙ্গে গরম হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে গরমের হাত থেকে নিজেদের ক্লান্তি বাঁচিয়ে ভালো খেলাই দুই দলের খেলোয়াড়দের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তবে, ম্যাচ যেহেতু সন্ধ্যায় হবে, খেলোয়াড়দের কাছে এটুকুই যা রক্ষে।

পিচ রিপোর্ট:

Advertisment

চিন্নাস্বামী স্টেডিয়ামের ইতিহাস বলছে, এই মাঠে বিশাল রান ওঠে না। তবে, ব্যাটিং সহায়ক এই পিচে একেবারে যে খারাপ রান হয়, তা-ও নয়। সচরাচর এই মাঠে ২০০-২১০ রান ওঠে। আর, সেটাকেই গড় স্কোর হিসেবে ধরা হয়ে থাকে। ব্যাটসম্যানরা এখানে পিচের বাউন্সের ওপর নির্ভর করতে পারেন। কারণ, বল খুব বেশি বাউন্স হয় না। ফলে, তাঁরা বেশ নির্ভয়েই পেস বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারবেন। ফলে উভয় দলের ব্যাটাররাই এখানকার পিচ থেকে বেশ সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে।

অবশ্য, পাওয়ারপ্লে-তে পেসার আর স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। সিরাজ, হ্যাজলউড ও রশিদ খানের মতো বোলাররা গতির চেয়েও সুইংয়ের মাধ্যমে সেই সুবিধা কাজে লাগাতে চাইবেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মাঠে হওয়া ৯৫টি আইপিএল ম্যাচের মধ্যে ৫০টি ম্যাচই পরে ব্যাট করা দলই জিতেছে। আর প্রথম ইনিংসে ব্যাট করা দল জিতেছে ৪১টি ম্যাচ। অর্থাৎ, পরে যারা ব্যাট করবেন, পরিসংখ্যান ধরলে তাদের জেতার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন- প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা’র দুরন্ত ব্যাটিং, লখনউকে ৮ উইকেটে হারাল পঞ্জাব

মনে রাখতে হবে:

RCB-র এটাই প্রথম হোম ম্যাচ। তারা তাদের প্রথম হোম ম্যাচ জিতে মরশুমে দুর্দান্ত শুরু করতে চাইবে। অন্যদিকে GT তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। পিচ যেহেতু ব্যাটসম্যানদের জন্য আদর্শ, তাই বিরাট কোহলি, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন ও টিম ডেভিডের মতো হার্ড-হিটারদের দাপট দেখা যেতে পারে।

cricket Cricket News IPL gujarat RCB