scorecardresearch

রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কোনও টিমই নয়: মেসি

রিয়ালের বিরুদ্ধে নামার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে সোজাসুজি আক্রমণ করে বসলেন রোনাল্ডোর এক নম্বর প্রতিদ্বন্দ্বী। মেসি সাফ জানিয়ে দিলেন.রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কোনও টিমই নয়।

Messi and Ronaldo
রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কোনও টিমই নয়: মেসি

ফুটবল বিশ্ব শেষ ন’বছর প্রত্যক্ষ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির দ্বৈরথ। কিন্তু এবছর লা লিগায় দেখা হবে না মেসি-রোনাল্ডোর। আপামোর বিশ্ব বঞ্চিত হবে আধুনিক ফুটবলের সেরা দুই তারকার ডুয়েল থেকে। সিআর সেভেন আর এলএম টেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। আন্দ্রেস ইনিয়েস্তা অবসর নেওয়ার পর বার্সেলোনার ক্যাপ্টেন’স আর্মব্যান্ড উঠেছে মেসির হাতে। রিয়ালের বিরুদ্ধে নামার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে সোজাসুজি আক্রমণ করে বসলেন রোনাল্ডোর এক নম্বর প্রতিদ্বন্দ্বী। মেসি সাফ জানিয়ে দিলেন.রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কোনও টিমই নয়।

আরও পড়ুন: ”ক্ষমতায় থাকলে ৩৩ বছরের রোনাল্ডোর পেছনে এত টাকা কখনই খরচ করতাম না”: প্রাক্তন জুভেন্তাস ম্যানেজার

চলতি বছর জুলাইতেই স্পেন ছেড়ে ইতালিতে চলে এসেছেন রোনাল্ডো। এখন তিনি রিয়াল মাদ্রিদের প্রাক্তন মহাতারকা। বেছে নিয়েছেন জুভেন্তাসকে। রোনাল্ডোর রিয়াল ছাড়ার সিদ্ধান্তে রীতিমতো চমকে গিয়েছেন মেসি। ‘কাতালুনিয়া রেডিও’তে দেওয়া এক সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলছেন, “আমি কল্পনাও করতে পারিনি যে, রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে চলে যাবে। প্রচুর টিম ওকে চেয়েছিল। কিন্তু ও একটা ভাল টিমেই গেছে। রোনাল্ডোর জন্যই জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম দাবিদার হয়ে গেল। ” রিয়ালের প্রসঙ্গে মেসির সংযোজন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু রোনাল্ডো চলে যাওয়ায় দলটার আর কিছুই থাকল না।”

যদিও মেসির এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন রিয়ালের নতুন কোচ জুলেন লোপেতেগুই। তিনি বলেছেন, “আমি যখন রিয়ালে আসি তখন রোনাল্ডো ক্লাব ছেড়ে দিয়েছে। ওর সঙ্গে আমার কথাও হয়নি। ওর সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি তখনই করা হয়ে গিয়েছিল। আর এই দলের কোনও সদস্যকে নিয়ে আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহ করিনি। আমার সামনে নতুন চ্যালেঞ্জ। রিয়াল নিয়ে আমি ভীষণ খুশি।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Real madrid is nothing without cristiano ronaldo says lionel messi