Advertisment

সোলারির চাকরি পাকা করল রিয়াল

দু'সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদের চেহারাটাই বদলে দিয়েছেন স্যান্টিয়াগো সোলারি। জুলেন লোপেতেগুই রিয়াল মাদ্রিদের যে অবস্থা করে দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দুরন্ত ভাবে ডিসাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা সামলেছেন রিয়ালের অন্তর্বতী কোচ সোলারি।

author-image
IE Bangla Web Desk
New Update
Santiago Solari

স্যান্টিয়াগো সোলারি (ছবি টুইটার)

দু'সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদের চেহারাটাই বদলে দিয়েছেন স্যান্টিয়াগো সোলারি। জুলেন লোপেতেগুই রিয়াল মাদ্রিদের যে অবস্থা করে দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দুরন্ত ভাবে ডিসাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা সামলেছেন রিয়ালের অন্তর্বতী কোচ সোলারি। শুধু তাই নয়, রীতিমতো রিয়াল এখন ফুটছে। দলের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য় সোলারিকে পুরস্কৃত করল রিয়াল। তাঁর চাকরি পাকা করে দিল শেষ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইউরোপের অন্য়তম সেরা দল। আর নতুন কোনও কোচ নয়, সোলারিই হয়ে গেলেন র‌্যামোসদের পাকাপাকি হেডস্যার। যা খবর আপাতত ২০২০ পর্যন্ত সোলারির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিয়াল।

Advertisment

স্প্যানিশ ফুটবল ফেডারেশনও সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, “রিয়ালে সবকিছু নিয়মমাফিক ভাবে হচ্ছে। রিয়াল সোলারির চুক্তি নিয়ে ভাবনাচিন্তা করেছে। কোনও সমস্যা নেই সেখানে।” গত মাসে লোপেতেগুইকে ছাঁটাই করেছিল রিয়াল। তারপর থেকেই সোলারিই দায়িত্ব নেন দলের। এখনও পর্যন্ত তাঁর কোচিংয়ে রিয়াল গত চারটে ম্যাচেই জয় পেয়েছে। সোলারির টিম ১৫টি গোল করেছে, দু’টি হজম করেছে। এখনও পর্যন্ত রিয়ালের ইতিহাসে কোনও ম্যানেজারের সূচনা এত ভালো হয়নি।

আরও পড়ুন: লোপেতেগুইকে ছাঁটাই করল রিয়াল, এবার কি কোন্তে আসছেন!

কোপা দেলরে-তে মেলিলিয়াকে হারানোর পর, চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লেনকে অ্যাওয়ে ম্যাচে রিয়াল পাঁচ গোল দিয়েছে। লা লিগায় রিয়াল ভালাদোলিদ ও সেল্টা ভিগোকেও হারিয়ে তারা। এবার রিয়ালের পরের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে কোয়ালিফাই করা। সোলারির পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত রিয়ালের ডিরেক্টর এমিলিও বার্তাগুয়েনো। শনিবার তিনি জানিয়েছিলেন, “দারুণ কাজ করেছে সোলারি। যেভাবে সব চলছে তাতে আমরা খুব খুশি।” অন্যদিকে যাকে নিয়ে এত কথা সেই সোলারি বলছেন অন্য় কথা। ক্লাবের প্রাক্তন ফুটবলার ও বি-টিমের কোচের সংযোজন, “দুর্দান্ত ক্লাবে একটা ভাল সুযোগ পেয়েছি আমি। আমি কিন্তু কথাটা প্রথম দলের কোচ হিসেবে বলছি না। এখানকার অন্য দলের সঙ্গেও আমি ছিলাম। আমি এই ক্লাবের জার্সিতেই ঘাম ঝড়িয়েছি অতীতে। আমাদের সবার থেকে বড় মাদ্রিদ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর সেই মাহাত্ম্য আমাদেরকেও ছুঁয়ে যায়।”

Football Real Madrid La Liga
Advertisment