Saina Nehwal-Parupalli Kashyap Divorce: দুজনের সম্পর্ক সেই ১৯৯৭ সাল থেকে। অর্থাৎ ২৮ বছর ধরে একে অপরকে তাঁরা চেনেন। আর সেই সম্পর্ক ভাঙল বিয়ের সাত বছর পর। আচমকাই বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন সাইনা নেহওয়াল।
Saina Nehwal-Parupalli Kashyap Divorce: দুজনের সম্পর্ক সেই ১৯৯৭ সাল থেকে। অর্থাৎ ২৮ বছর ধরে একে অপরকে তাঁরা চেনেন। আর সেই সম্পর্ক ভাঙল বিয়ের সাত বছর পর। আচমকাই বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন সাইনা নেহওয়াল।
Saina-Kashyap Divorce News: বিয়ের ৭ বছর পর বিচ্ছেদ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল-পারুপল্লি কাশ্যপ
Saina-Kashyap Divorce Reasons revealed: সোমবার ভারতীয় ক্রীড়াজগতে চরম দুঃসংবাদ। পারুপল্লি কাশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে বিয়ের ৭ বছর পর বিচ্ছেদ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সাইনা স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন। এটাই প্রথম নয়, গত কয়েক বছরে ভারতীয় ক্রীড়াজগতের অনেক তারকাই ডিভোর্স ঘোষণা করেছেন। সেই তালিকায় যুক্ত হল এবার সাইনা-কাশ্যপের নাম।
Advertisment
ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল সাইনা এবং কাশ্যপের সম্পর্ক বেশ পুরনো। জুনিয়ন ব্যাডমিন্টন খেলার সময় থেকেই দুজনের সম্পর্ক। ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয় দুজনের। কমনওয়েলথ গেমসে দুজনেই ভারতকে গৌরবান্বিত করেছেন। জুনিয়র ব্যাডমিন্টন থেকে সম্পর্ক আরও গভীর হওয়ার পর সিনিয়র লেভেলেও দুজনেই ভারতকে অনেক সাফল্য এনে দেন। ২০১০ সালে প্রথমবার দিল্লিতে কমনওয়েলথ গেমসে নিজের নিজের বিভাগে মেডেল জেতেন দুজনে। সাইনা স্বর্ণপদক জেতেন এবং কাশ্যপ ব্রোঞ্জ জেতেন।
কোর্টে দুজনে একসঙ্গে সাফল্য পেতে থাকেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সাইনা ব্যাডমিন্টনে ভারতকে প্রথম মেডেল এনে দেন। অন্যদিকে, পুরুষদের মধ্যে কাশ্যপ পদক না পেলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় হিসাবে রেকর্ড গড়েন। এরপর ২০১৪ সালে কাশ্যপ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন। ওই বছরই সাইনা প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে ভারতকে ঐতিহাসিক সাফল্য এনে দেন। আবার কয়ের বছর পরই দুজনের একসঙ্গে চোট লাগে এবং দুজনের কেরিয়ার ধীরে ধীরে অনিশ্চয়তার মধ্যে পড়ে।
চোটের কারণে দুজনেরই কেরিয়ার অনিশ্চিত হওয়ার মাঝেই ২০১৮ সালে সাইনা-কাশ্যপ বিয়ে করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেন বিয়ের মাধ্যমে। ১৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে সারেন সাইনা-কাশ্যপ।
দুজনের সম্পর্ক সেই ১৯৯৭ সাল থেকে। অর্থাৎ ২৮ বছর ধরে একে অপরকে তাঁরা চেনেন। আর সেই সম্পর্ক ভাঙল বিয়ের সাত বছর পর। আচমকাই বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন সাইনা নেহওয়াল।
কী কারণে এই বিচ্ছেদ?
রবিবার নিজের ইনস্টা স্টোরিতে কাশ্যপের থেকে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সাইনা। তিনি যা লিখেছেন, তা থেকে যেটা বোঝা যাচ্ছে সাইনা শান্তি, নিজের উন্নতি এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বিচ্ছেদের পথে হাঁটলেন।
Saina Insta Story: ইনস্টা স্টোরিতে কাশ্যপের সঙ্গে ডিভোর্সের ঘোষণা সাইনা নেহওয়ালের
তিনি লিখেছেন, 'জীবন অনেকবার আমাদের অন্য দিশায় নিয়ে যায়। অনেক ভাবনা-চিন্তার পর কাশ্যপ আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, উন্নতি এবং হিলিংকে বেছে নিয়েছে। নিজেদের জন্য। স্মৃতির জন্য অনেক কৃতজ্ঞ এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনেক ধন্যবাদ।'
প্রসঙ্গত উল্লেখ্য, এখানে বলে রাখা ভাল সাইনা নেহওয়াল নিজের বিয়ে ভাঙার ঘোষণা করছিলেন আর অন্যদিকে তার কয়েক ঘণ্টা আগেই পারুপল্লি কাশ্যপ একটি ইনস্টা স্টোরি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছেন। স্টোরিটি প্রথমে কাশ্যপের বন্ধু দীপ্তি শেয়ার করেছিলেন, আর লিখেছেন, বেস্টেস্ট।