Advertisment

Ricky Ponting on Team India: IPL-এর জন্যই অধঃপতন টিম ইন্ডিয়ার! মুখ খুলে এবার বিস্ফোরণ পন্টিংয়ের

Ricky Ponting on Team India batters: ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার জন্য আইপিএলকে দুষছেন রিকি পন্টিং। তিনি নিজে অবশ্য আইপিএল দলের কোচিংয়ে যুক্ত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, Ricky Ponting, টিম ইন্ডিয়া, রিকি পন্টিং,

Team India-Ricky Ponting: অন্যান্য বিশেষজ্ঞরাও ভারতীয় খেলোয়াড়দের স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। (ছবি- টুইটার)

Ricky Ponting on Team India: স্পিন নিয়ে বর্তমান ভারতীয় খেলোয়াড়দের দুর্বলতাকে তীব্র ভাষায় বিঁধলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক তথা কোচ রিকি পন্টিং। তাঁর ধারণা, আইপিএলের প্রভাবে ভারতীয় ব্যাটাররা স্পিন খেলায় দুর্বল হয়ে গিয়ে থাকতে পারেন। স্পিনের বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়দের সমস্যাগুলো প্রথম ধরা পড়ে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায়। একদিনের সিরিজ হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। যার বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, স্পিনাররাই ৩০টির মধ্যে ২৭ উইকেট নিয়েছেন। সাদা বলের সিরিজে ভারতীয় ব্যাটারদের এই সমস্যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের হোম টেস্ট-এ আরও স্পষ্ট হয়েছে। 

Advertisment

ঘরের মাঠে একযুগ পর সিরিজ হেরেছে ভারত। আর, সবচেয়ে বড় কথা এই প্রথমবার টিম ইন্ডিয়া ঘরের মাটিতে দুইয়ের বেশি টেস্ট ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হল। যার পিছনে কিউই স্পিনারদের অবদান বেশি বলে দেখা গিয়েছে। অথচ, অতীতে ভারতীয় খেলোয়াড়দের স্পিন খেলার দক্ষতা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো বলাবলি করত। 

সেই প্রসঙ্গে তুলে পন্টিং বলেছেন, 'আমি মনে করি এই হোয়াইটওয়াশ হওয়াটা, ভালো মানের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতের দুর্বলতা তুলে ধরতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে, বর্তমান ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা আগের প্রজন্মের ভারতীয় খেলোয়াড়দের মত ভালো নয়। হতে পারে এটা আইপিএলের ফল। আইপিএলে পুরোনো প্রজন্মের খেলোয়াড়রা যেভাবে খেলতেন, তার চেয়ে আলাদা ঢঙে খেলা হয়। এই খেলা অনেক বেশি আক্রমণাত্মক। আইপিএলে গতিময় পিচে পেসাররা বল করছেন। ভারতীয় খেলোয়াড়রা তাঁদের সামলাচ্ছেন। স্পিন বোলিং তাঁরা সেভাবে খেলছেন না।'

আরও পড়ুন- রিংকুর সঙ্গে অন্যায় হচ্ছে টিম ইন্ডিয়ায়! ক্ষোভে ফুঁসে উঠলেন এবার প্রাক্তন তারকা

একইসঙ্গে পন্টিং স্বীকার করে নিয়েছেন, ভারতের হাতে এখন আগের চেয়ে অনেক ভালো মানের পেস বোলার রয়েছে। যাঁরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কিন্তু, এই পরিস্থিতিতে স্পিন খেলার দক্ষতার অভাব বর্তমান ভারতীয় দলকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। পন্টিং যে স্পিন খেলার দক্ষতা নিয়ে ভারতীয় খেলোয়াড়দের দুষছেন, নিউজিল্যান্ড সিরিজের সময় সেই দোষের জন্য রোহিত বাহিনীর বেজায় সমালোচনা করেছিলেন সঞ্জয় মঞ্জরেকার। তিনি বলেছিলেন, বর্তমান ভারতীয় দলের প্রথমসারির বেশিরভাগ খেলোয়াড়ই স্পিনটা খেলতে জানেন না।

New Zealand Cricket Team Indian Cricket Team Sri Lanka Cricket Team Cricket News
Advertisment