Ricky Ponting on Virat Kohli's form: বিরাট কোহলির ফর্ম যেমনই হোক না কেন, অস্ট্রেলিয়ায় তিনি ভালো খেলা উপহার দিতে পারেন। কারণ, ক্রিকেট দুনিয়ার সেরাদের ফর্ম দিয়ে বিচার করা যায় না। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক ও কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, 'কোহলির মধ্যে এখনও যদি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে, তবে এই সিরিজেই তা দেখা যেতে পারে।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে কোহলি ৬ ইনিংসে মাত্র ৯৩ রান করেছেন। গড় ছিল ১৫.৫০। ভারত এই সিরিজে কিউইদের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তারপরও পন্টিং মনে করেন যে কোহলির ওই ভয়ংকর বাজে ফর্ম দিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কোহলিকে বিচার করাটা ঠিক হবে না। সেখানে দুর্দান্ত ফর্মে থাকা কোহলিকে দেখা যেতে পারে।
এই প্রসঙ্গে পন্টিং বলেছেন, 'বিরাট সম্পর্কে আমি আগেও বলেছি। এখনও একই কথা বলছি। কখনও ক্রিকেট গ্রেটদের নিয়ে প্রশ্ন তোলা যায় না। এতে কোনো সন্দেহ নেই যে ও একজন দুর্দান্ত ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও বরাবরই ভালো খেলতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওঁর রেকর্ড বেশ ভালো। আর, ওর মধ্যে যদি এখনও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে, তবে এই সিরিজেই সেটা দেখা যেতে পারে। সুতরাং, আসন্ন সিরিজের প্রথম ম্যাচে বিরাটকে রান করতে দেখলে আমি অবাক হব না।'
চলতি বছরের শুরু থেকে, কোহলির গড় ছয়টি টেস্টে মাত্র ২২.৭২। তাঁর অভিষেক হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে কোহলির পারফরম্যান্স কখনও এতটা খারাপ হয়নি। আর, এই খারাপ পারফরম্যান্সের জন্য তিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও পিছলে গিয়েছেন। সেরা ২০-র তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। যা, গত ১০ বছরের মধ্যে প্রথমবার ঘটল।
আরও পড়ুন- IPL-এর জন্যই অধঃপতন টিম ইন্ডিয়ার! মুখ খুলে এবার বিস্ফোরণ পন্টিংয়ের
সেনিয়ে অবশ্য উদ্বেগ প্রকাশ করেছেন পন্টিং। তিনি বলেছেন, 'আমি বিরাটকে নিয়ে একটা স্ট্যাটাস দেখলাম। সেখানে বলা হয়েছে যে ও গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এটা আমার কাছে সঠিক তথ্য বলে মনে হয়নি। তবে যদি তথ্যটা সত্যি হয়, তবে আমি বলব যে এটা উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে এমন কেউ নেই, যে পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। অন্য কেউ হলে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যেত না।'