Rinku Singh new bungalow: নিজের এলাকা আলিগড়েই এবার বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআর তারকা রিংকু সিং। ওজোন সিটির গোল্ডেন এস্টেটে তিনি ৫০০ স্কোয়ার গজের একটা ফ্ল্যাট কিনেছেন। ওই ফ্ল্যাটের দাম ৩.৫ কোটি টাকা। রিংকু ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মেছেন। তাঁর বাবা খানচন্দর সিং এলপিজি সিলিন্ডার বিতরণের কাজ করেন। আলিগড় স্টেডিয়ামের কাছে বাড়ি হওয়ায় রিংকুর সঙ্গে খেলাধূলার সম্পর্ক ছোট থেকেই।
বর্তমানে ভারতীয় জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ খেলতে গিয়েছেন এই তারকা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৭-৮ কোটি টাকা। মাসিক আয় আনুমানিক ৫ লক্ষ টাকা। বার্ষিক আয় ৬০ লক্ষ টাকা। তাঁর আয়ের বেশিরভাগটা আসে আইপিএল বেতন, বিসিসিআই চুক্তি এবং ব্র্যান্ড প্রোমোশন থেকে।
২০১৭ সালে পঞ্জাব কিংসের হয়ে তিনি আইপিএলে পা রাখেন। এরপরই ঘরোয়া ক্রিকেটে তাঁর একের পর এক অসাধারণ পারফরম্যান্স সামনে আসে। পঞ্জাব কিংসের পর রিংকু যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। ২০২৩ সালে এই তারকা ব্যাটার কেকেআরের হয়ে রেকর্ড করেন। ম্যাচ জেতানোর জন্য তিনি শেষ পাঁচ বলে টানা পাঁচটি ছয় মারেন। পাওয়ার হিটার রিংকুকে এবার কেকেআর ১৩ কোটি টাকায় ধরে রেখেছে।
আরও পড়ুন- অন্যায় টিম ইন্ডিয়ার সঙ্গে! অজি আম্পায়ারের সিদ্ধান্ত দেখে ছিঃছিঃ করছে বিশ্ব ক্রিকেট, দেখুন ভিডিও
চলতি মরশুমে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ কিছু হাই-প্রোফাইল ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। বদলে, ভারতীয় প্রতিভাদের ওপর বিনিয়োগে জোর দিয়েছে। তার মধ্যেই এবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছে। তারপরও জয়ী দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। কিন্তু, পাওয়ার-হিটার রিংকু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে নাইটরা। রিংকু তার আগেই জানিয়েছিলেন যে তিনি কেকেআর ছেড়ে যেতে চান না। এককথায় তাঁকে কেকেআরের ঘরের ছেলেই বলা যায়।