Advertisment

Rinku Singh father reacts: ওঁর বুক ভেঙে গিয়েছে! ভারতীয় দলে অন্যায়ের পর মুখ খুললেন রিঙ্কু সিংয়ের বাবা

Rinku Singh dropped from team India: ফিনিশার হিসেবে নেমেও তাঁর স্কোর রীতিমতো চোখধাঁধানো। তবে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় রিঙ্কু যাচ্ছেন। কিন্তু, সেটা রিজার্ভ খেলোয়াড় হিসেবে। স্কোয়াড সদস্য হিসেবে নয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, Rinku Singhs Father

Rinku Singh-Rinku Singhs Father: এটাই রিঙ্কু বা তাঁর পরিবারের তরফে দল ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া। (ছবি সৌজন্যে: টুইটার এবং নিউজ২৪ স্ক্রিনগ্র্যাব)

Team India t20 World Cup squad: আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে রিঙ্কুর মন ভেঙে গেছে। কেকেআরের তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে দেশ যখন উত্তাল, বিশেষজ্ঞরা যখন সমালোচনায় সরব, সেই সময় এমনই আপডেট দিলেন রিঙ্কু সিংয়ের বাবা। দল ঘোষণার পর রিঙ্কু বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া জানায়নি। রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংয়ের বক্তব্যই সেই হিসেবে কেকেআর তারকা আর তাঁর পরিবারের প্রথম প্রতিক্রিয়া।

Advertisment

ভারতের হয়ে টি-২০ ম্যাচগুলোয় রিঙ্কুর পারফরম্যান্স দুর্দান্ত। গতবছর জাতীয় দলে অভিষেকের পর থেকে ১৫টি ম্যাচে রিঙ্কু দলে ছিলেন। তার মধ্যে ১১টিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন। অনেকগুলোয় অপরাজিত ছিলেন। ফিনিশার হিসেবে নেমেও তাঁর স্কোর রীতিমতো চোখধাঁধানো। তবে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় রিঙ্কু যাচ্ছেন। কিন্তু, সেটা রিজার্ভ খেলোয়াড় হিসেবে। স্কোয়াড সদস্য হিসেবে নয়।

কোনও খেলোয়াড় চোট-আঘাত পেলে তখন রিজার্ভ খেলোয়াড়দের নামানো যায়। স্কোয়াড বদলানো যায়। সেজন্য এখনও প্রায় মাসখানেক সময় বিসিসিআইয়ের হাতে আছে। তবে, মিরাকেল কিছু না ঘটলে রিঙ্কু স্রেফ সফরসঙ্গীর তালিকায় থাকবেন। একাদশ দূর, ১৫ জনের দলেও থাকবেন না। অন্তত, ১মে আইসিসির কাছে বিসিসিআইয়ের যে তালিকা জমা পড়েছে, তা সেকথাই বলে।

আপাতত রিঙ্কু কেকেআরের হয়ে আইপিএল খেলছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে তিনি শহর ছেড়েছেন। বিমানবন্দরে কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের সঙ্গে রিঙ্কুকে কলকাতা ছাড়তে দেখা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ জাতীয় দল ঘোষণার আগে নিজেই বলেছিলেন যে রিঙ্কুকে ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপে দেখতে চান। কিন্তু, সেটা না হওয়ায়, রীতিমতো ভেঙে পড়া রিঙ্কুর পাশে দাঁড়িয়ে মনোবল জোগানোর চেষ্টা করছেন কেকেআরের মালিক।

তারই মধ্যে বাড়ির ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন পরিবারের সদস্যরাও। সেই কথার ভিত্তিতেই রিঙ্কুর বাবা বলেন, 'আশা ছিল, আর সেই কারণেই দুঃখটাও একটু বেশি লাগছে। আমরা মিষ্টি, বাজি নিয়ে পুরো উৎসব করব বলে প্রস্তুত ছিলাম। আমরা তো ভেবেছিলাম, ১৫ জনের স্কোয়াডে তো থাকবেই। রিঙ্কু প্রথম একাদশেও খেলবে। কিন্ত, বাদ পড়ার খবরটা জানার পর ওর মন পুরো ভেঙে গেছে। ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে। বারবার বলছিল, প্রথম একাদশ তো দূর, ১৫ জনের দলেও চান্স পায়নি। তবে, দলের সঙ্গে সফর করতে পারবে, এটাই একটা আশার ব্যাপার।'

আরও পড়ুন- বিদেশে ম্যাচ জেতানো রিঙ্কুকে কীভাবে বাদ দিল BCCI! ক্ষোভে ক্রোধে ফুঁসে কেলেঙ্কারি বাঁধালেন বিশ্বকাপজয়ী ভারতীয়

১৫টা টি-২০ তে ফিনিশার হিসেবে দলে জায়গা পেয়েই রিঙ্কুর রান ৩৫০। তবে, এখন কেকেআর তারকার কেরিয়ারের শুরুর অধ্যায় চলছে। এখনও অনেক দিন খেলা বাকি। সেদিকেই রিঙ্কু মনোনিবেশ করতে চান। নিজেকে আরও ভালো ফিনিশার হিসেবে তৈরি করতে চান। এমনটাই জানিয়েছেন তাঁর বাবা। নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তোলার জন্য রিঙ্কুর এই খিদের কারণ, মহেন্দ্র সিং ধোনির পরে ভারতীয় দলে তেমন ভালো ফিনিশার নেই। জাতীয় দলে জায়গা পেতে, সেই কঠিন চ্যালেঞ্জটাকেই তাই গ্রহণ করতে চান রিঙ্কু। হার্দিক পান্ডিয়াও জাতীয় দলে ধোনির অভাবটা পূরণ করার চেষ্টা করছেন। কিন্তু, এখনও তেমন বিশেষ কিছু করে দেখাতে পারেননি। আর, তাই রিঙ্কুর জন্য সুযোগটা রয়ে গিয়েছে। তবে, এরই মধ্যে শিবম দুবে ভালো খেলছেন। আর, বর্তমান পরিস্থিতিতে টি-২০ জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে শিবমই রিঙ্কুর বড় চ্যালেঞ্জ।

T20 World Cup KKR Rinku Singh T20 BCCI
Advertisment