Rinku Singh-Priya Saroj: সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ প্রিয়া সরোজের বাবা ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সঙ্গে তাঁর মেয়ের বাগদানের খবর অস্বীকার করেছেন। একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, রিঙ্কুর পরিবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। যা তাঁরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এবিপি লাইভের প্রতিবেদন অনুসারে, প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন যে রিঙ্কুর পরিবার তাঁর বড় জামাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাঁর বড় জামাই বর্তমানে আলিগড়ে সিজেএম হিসেবে কর্মরত। তবে, প্রিয়ার বাবা একথা বললেও রিঙ্কু বা প্রিয়া কেউই এখনও আনুষ্ঠানিকভাবে এই বিয়ের কথাবার্তার ব্যাপারে মুখ খোলেননি।
রিঙ্কু ভারতের টি২০ দলের নিয়মিত খেলোয়াড়। গত বছর বিশ্বকাপজয়ী রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে রিজার্ভ খেলোয়াড় ছিলেন। আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি২০ সিরিজে তিনি ফের মাঠে ফিরতে চলেছেন। ২৭ বছর বয়সি এই ক্রিকেটার ২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ২টি ওয়ানডে এবং ৩০টি টি২০ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি এখনও পর্যন্ত মোট ৫৬২ রান করেছেন।
ফিনিশিং দক্ষতার জন্য বিশেষ পরিচিত রিঙ্কু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। গত মরশুমে তাঁর ফ্র্যাঞ্চাইজি আইপিএল জিতেছে। অন্যদিকে, প্রিয়া প্রথমবারের মত উত্তরপ্রদেশের মাচলিশহরের এমপি হয়েছেন। গত বছর বিজেপির বিপি সরোজকে ৩৫,০০০ ভোটের তিনি হারান। রাজনৈতিক পরিবারের সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবারের সাংসদ। বর্তমানে তিনি কেরাকাতের বিধায়ক।
আরও পড়ুন- 'এটা কোনও সাজা নয়, শিথিলও হতে পারে', নির্দেশিকা ইস্যুতে বার্তা আগরকরের
২৬ বছর বয়সি প্রিয়া আইন নিয়ে লেখাপড়া করেছেন। প্রথমে তিনি তাঁর বাবার মত রাজনীতিতে আসতে চাননি। চেয়েছিলেন বিচারক হতে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে প্রিয়া বলেছেন, 'আমার বাবা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা লোকসভা নির্বাচনে জিতেছেন। আমি বড় হওয়ার সময় কখনও রাজনীতিবিদ হওয়ার কথা ভাবিনি। আইনে স্নাতক হওয়ার পর, কোভিড-১৯ অতিমারির সময় আমি বিচারক পদে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এমনকী, যখন আমার টিকিট ঘোষণা করা হয়, তখনও আমি পরীক্ষার জন্য অনলাইনে ক্লাসই করছিলাম।'