Rinku-Priya Net Worth: রিঙ্কু না প্রিয়া, কে বেশি ধনী? দেখে নিন সম্পত্তির পরিমাণ

Rinku Singh net worth 2025: বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ থেকে ৯ কোটি টাকা।

Rinku Singh net worth 2025: বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ থেকে ৯ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh and Priya Saroj (5)

রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ

Rinku Singh Priya Saroj Engagement: ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা রিঙ্কু সিং এবং মছলিশহরের সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। রবিবার অর্থাৎ ৮ জুন লখনউয়ের 'দ্য সেন্ট্রম' হোটেলে এই বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের এই পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। রাজনীতি, ক্রিকেট এবং বিনোদন জগতের একাধিক তারকা ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। রিঙ্কু এবং প্রিয়ার বাগদানের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক, কার কাছে কত কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Advertisment

রিঙ্কু না প্রিয়া, কে বেশি ধনী?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ থেকে ৯ কোটি টাকা। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৩ কোটি টাকায় রিটেন করেছিল। আর সেকারণে তাঁর বার্ষিক আয়ে অনেকটাই উন্নতি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতেও রিঙ্কু নিজের নাম লিখিয়ে ফেলেছেন। যদিও তিনি এখনও পর্যন্ত গ্রেড C-তে রয়েছেন। গ্রেড C-তে থাকার কারণে রিঙ্কু প্রতি বছর বিসিসিআই থেকে ১ কোটি টাকা উপার্জন করেন। আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন রিঙ্কু সিং।

Rinku Singh Engagement: আংটি বদল করতে গিয়ে বিপত্তি! কেঁদে ফেললেন রিঙ্কু'র হবু স্ত্রী প্রিয়া সরোজ! সামনে এল প্রথম VIDEO

Advertisment

মোট সম্পত্তির পরিমাণ যদি বিচার করা যায়, তাহলে হবু স্ত্রী প্রিয়া সরোজের থেকে অনেকটাই বিত্তবান রিঙ্কু সিং। এবার প্রিয়া সরোজের মোট সম্পত্তির পরিমাণ আলোচনা করা যাক। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে, প্রিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১১ লাখ ২৫ হাজার ৭১৯ টাকা। এরমধ্যে নগদ অর্থের পরিমাণ ৭৫ হাজার টাকা। আর ইউনিয়ন ব্যাঙ্কে জমা রয়েছে ১০ লাখ ১০ হাজার টাকা। অন্যদিকে, কানাড়া ব্যাঙ্কে রয়েছে ৮,৭১৯ টাকা। এছাড়া তাঁর কাছে ৫ গ্রাম সোনা রয়েছে। এর মূল্য ৩২ হাজার টাকা। মজার ব্যাপার এটাই যে প্রিয়ার নামে কোনও গাড়ি কিংবা স্থাবর সম্পত্তি নেই। তাঁর বাবা তুফানি সরোজও তিনবার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন।

Rinku Singh Love Story: কীভাবে লাগল প্রেমের রং? জেনে নিন প্রিয়া-রিঙ্কুর রোম্য়ান্টিক 'লাভস্টোরিয়া'

কারা এসেছিলেন এই বাগদান অনুষ্ঠানে?

রিঙ্কু সিং এবং সাংসদ প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠানে রাজনৈতিক জগতের একাধিক তারকা ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন। এছাড়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার, পীযূষ চাওলা, ভুবনেশ্বর কুমার এবং উত্তর প্রদেশ রঞ্জি দলের অধিনায়র আরিয়ান জুয়াল প্রিয়া এবং রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে যান। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, জয়া বচ্চন, ইকরা হাসান সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। প্রিয়া সরোজের জন্য় কলকাতা থেকে একটি বিশেষ ডিজাইনার আংটি নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে, রিঙ্কু মুম্বই থেকে তাঁর পছন্দসই আঙটি কেনেন।

Rinku Singh Priya Saroj