/indian-express-bangla/media/media_files/2025/06/08/dc8WfIfS0NXEfsj2buUn.jpg)
রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ
Rinku Singh Priya Saroj Engagement: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান পর্ব সম্পন্ন হল। খুব অল্প সময়ের মধ্যেই রিঙ্কু জনপ্রিয়তার শীর্ষে পা রেখেছেন। এবার তিনি জীবনের নয়া ইনিংস শুরু করলেন। রবিবার (৮ জুন) লখনউয়ের একটি সাততারা হোটেলে এই বাগদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ৩০০-র বেশি নাম। ইতিমধ্যে সপা সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav), সাংসদ ডিম্পল যাদব, অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) এবং ক্রিকেটার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) উপস্থিত হয়েছেন।
আইপিএল টুর্নামেন্টের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেন রিঙ্কু
আইপিএল টুর্নামেন্টে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের হয়ে খেলেন। গুজরাট টাইটান্সের প্রাক্তন বোলার যশ দয়ালকে পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকানোর পরই রিঙ্কু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এই ম্য়াচে কেকেআর ব্রিগেড অবিশ্বাস্য জয়লাভ করেছিল। এই ইনিংসের পরই রিঙ্কুর সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজাও খুলে গিয়েছিল। ভারতীয় টি-২০ ক্রিকেট দলের হয়ে খেলেন রিঙ্কু। টিম ইন্ডিয়ার হয়েও তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই তারকা হয়ে ওঠেন তিনি। আর সেইসঙ্গে তাঁর সম্পর্ক জৌনপুরের রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠাণ্ডা মাথার ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে উঠল? আর কীভাবেই বা একে অপরের প্রেমে পড়লেন? আসুন, সেই রোম্যান্টিক লাভস্টোরি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এক বছরের বেশি সময় ধরে রিঙ্কু এবং প্রিয়া একে অপরকে চেনেন। এক বন্ধুর বাবার দৌলতে তাঁদের মধ্যে পরিচয় গড়ে উঠেছিল। প্রথমে রিঙ্কু এবং প্রিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারপর সেই সম্পর্কে লাগে প্রেমের রং। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ জানিয়েছিলেন যে একজন কমন ফ্রেন্ডের মাধ্যমেই তাঁদের মধ্যে পরিচয় হয়েছিল। জানা গিয়েছে, ওই বন্ধুটির বাবাও একজন ক্রিকেটার ছিলেন। এবার তাঁরা একে অপরকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মছলিশহরের সপা সাংসদ। ২০২৪ সালে আয়োজিত লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (BJP) প্রার্থীকে পরাস্ত করেছিলেন।
Kuldeep slaps Rinku: ম্যাচ হেরেই রিংকুকে ঠাসিয়ে ২-৩ চড়! কুলদীপের উপর ফুঁসছেন KKR তারকা, Video Viral
আগামী ১৮ নভেম্বর বসবে বিয়ের আসর
জানা গিয়েছে, এই বছরই ১৮ নভেম্বর বারানসীর তাজ হোটেলে রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বিয়ের আসর বসবে। সেই অনুষ্ঠানে ক্রিকেট, রাজনীতি এবং বিনোদন জগতের একাধিক তারকা ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।