আগামী বছর কোপা আমেরিকার আসর বসছে ব্রাজিলে। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল। কোপার উদ্বোধনী ম্যাচ হবে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কোনমেবল) এমনটাই জানিয়েছে মঙ্গলবার। ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে কোপার ৪৬ তম সংস্করণ।
সেমিফাইনালের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পোর্তো আলেগ্রের এরিনা দো গ্রেমিও ও বেলো হোরাইজোন্তের এস্তাদিও মিনিরাওতে। আর এখানেই ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ৭-১ চূর্ণ করেছিল ব্রাজিলকে। সালভাদোরের ফন্তে নোভা ও পালমেয়িরার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ পার্কে। ২০১৪ বিশ্বকাপের জন্য প্রচুর অর্থ ব্যায় ব্রাজিলের ১২টি স্টেডিয়ামকে ঢেলে সাজানো হয়েছিল। সেখানকার মাত্র তিনটি স্টেডিয়ামই ব্যবহৃত হচ্ছে। কোপা আমেরিকার অর্গানাইজিং কমিটির সিইও রোজারিও কাবোকলো জানিয়েছেন, যে আয়োজক শহর গুলোর মধ্যে তিন ঘণ্টার দূরত্বে যে স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোই প্রাধান্য পেয়েছে টুর্নামেন্টের জন্য়। পরিবহনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পরপর চারবার কোপা ইতালিয়া জুভেন্তাসের, সেলিব্রেশনের ভিডিও দেখুন
১৯৮৯ সালে ব্রাজিলেই প্রথমবার কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল। দক্ষিণ আমেরিকার ১০টি দল এবারের টুর্নামেন্টে অংশ নেবে। আর্জেন্তিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনেজুয়েলা রয়েছে টুর্নামেন্টে। জাপান ও কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে খেলার জন্য। মোট ১২ দলের লড়াই দেখবে এই টুর্নামেন্ট। বিজয়ী দল সরাসরি ২০২১ ফিফা কনফেডারেশন কাপ খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ দু’বারের চ্যাম্পিয়ন চিলি।