ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝেই দুর্ঘটনা। মাথায় চোট পেয়ে মাঠের বাইরে যেতে হল ঋষভ পন্থকে। ব্যাট করার সময়ে মাথায় আঘাত পেয়েছিলেন। পরে দেখা যায় কনকাশনের শিকার হয়েছেন তিনি। তারপরে দ্বিতীয় ইনিংসে ভারত বোলিং করার সময়ে পন্থকে আর মাঠে নামানো হয়নি। উইকেটকিপিং করছেন লোকেশ রাহুল। পরিবর্ত ফিল্ডার হিসেবে নামানো হয়েছে মণীশ পাণ্ডেকে।
বিসিসিআই ম্যাচের মাঝে টুইটারে লেখে, "ব্যাট করার সময় আঘাত পেয়েছিলেন পন্থ। ওঁর পরিবর্তে আপাতত কেএল রাহুল উইকেটকিপিং করছে। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি২০তে প্রথম একাদশে ছিলেন না। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুর ম্যাতে পন্থকে রেখেই দল সাজিয়েছিলেন কোহলি। ব্যাটে অবশ্য রান পাননি পন্থ। ২৮ বলে ৩৩ রান করে আউট হয়ে যান তিনি।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত মাত্র ২৫৫ রানে অলআউট হয়ে যায়। ধাওয়ান (৭৪) ও লোকেশ রাহুল (৪৭) বাদে কেউই অজি বোলারদের বিরুদ্ধে সফল হতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া আপাতত প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে বিনা উইকেটে ১২৫ তুলে ফেলেছে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৫৮) ও অ্যারন ফিঞ্চ (৫৯) হাফসেঞ্চুরি করে ক্রিজে ব্যাটিং করছেন।