দ্বিতীয় দিন ব্যাট হাতে ঋষভ পন্থ খেলতে পারেননি। রান আউটের পরে প্রতিক্রিয়া দেখিয়ে সমালোচিতও হয়েছেন। তবে উইকেটকিপার হিসেবে তৃতীয় দিন খারাপ খেললেন না। যথেষ্ট ভরসা জুগিয়েই জাতীয় দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করলেন।
তৃতীয় দিনের শুরুর বলেই পন্থ ডাইভ করে দারুণ ক্যাচে ফেরত পাঠালেন বিজে ওয়াটলিংকে। তারপরে উইকেটকিপার হিসেবে সারাক্ষণ নিজের উপস্থিতি জানান দিলেন। কাইল জামেসন ব্য়াট করার সময়ে প্রায়ই আম্পায়ারের কাছে আবেদন করে চাপে রাখার কৌশলও করে গেলেন। সেই কাইল জামেসন ব্যাট হাতে অশ্বিনকে গোটা কয়েক ওভার বাউন্ডারিও হাকালেন।
আরও পড়ুন পৃথ্বীকে বাদ দিয়ে শুবমানকে সুযোগ দাও! বিরাটকে জোরালো বার্তা
জামেসন ফিরে যাওয়ার পরে কলিন গ্র্যান্ডহোম টানছিলেন দলকে। কলিন গ্র্যান্ডহোমকে যে ৩৪ রানে ফিরতে হল, তার পিছনে অনেকটাই কৃতিত্ব পন্থের। সেই সময়ে ৩২ রানে ব্যাটিং করছিলেন কিউয়ি অলরাউন্ডার। অশ্বিনের বল স্কোয়্যারে ঠেলে বাউন্ডারি হাকিয়েছিলেন আগের বলে। ৯৫তম ওভারের শেষ বলেই বিপর্যয়।
অশ্বিনকে মাঠের বাইরে ফেলার উদ্দেশ্য নিয়ে স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে এসেছিলেন। মুহূর্তের মধ্যে বলের দিশা বদলে অশ্বিন লেগ স্ট্য়াম্পে অতিরিক্ত বাউন্স সমেত ফুল লেংথের বল ভাসিয়ে দিয়েছিলেন। সেই বলই গ্র্যান্ডহোমের গ্লাভস ছুইয়ে জমা পড়ে পন্থের হাতে। দারুণ ক্ষিপ্রতায় ক্যাচ তালুবন্দি করেছিলেন তারকা উইকেটকিপার।
— faceplatter49 (@faceplatter49) February 23, 2020
আরও পড়ুন জাহিরকে পেরিয়ে বিদেশে বেনজির কীর্তি ইশান্তের, শ্রেষ্ঠদের তালিকায় নাম
এরপরেই দলের সতীর্থরা সেভাবে আউটের জন্য আবেদন না করলেও অশ্বিন-পন্থ মিলে আবেদন চালিয়ে যান। প্রাথমিক আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও পন্থ নাগাড়ে আবেদন করতে থাকেন। পন্থের আত্মবিশ্বাসী আবেদন দেখেই শেষ পর্যন্ত আউটের নির্দেশ দেন আম্পায়ার।
Fine catch by Pant. #NZvIND
— Johns. (@CricCrazyJohns) February 23, 2020
Pant with a decent catch vs spin????
— Rahul???? (@_being_ignored) February 23, 2020
Good catch by Pant to dismiss D Gandhome #INDvNZ
— Optimus (@0_0fcuksgvn) February 23, 2020
Rishabh Pant will always be in a different state...
Never know what is happening all around him... Either Batting or Keeping...!! #NZvIND #NZvsIND
— Daddy Hundred ???? (@daddyhundred) February 22, 2020
Oh just when things were looking positive for the Kiwis, they lose a wicket, and that too Collin de Grandhome. Soft dismissal in the end, caught off a faint edge down the leg side by Rishabh Pant. New Zealand are now 311-9 #NZvIND
— Sudheendra Tripathi (@toi_sudheendraT) February 23, 2020
MEANWHILE : Hey Good Catch Rishabh Pant.???? #NZvIND #Cricanandha @BasinReserve
— Cricket Anand ???? (@cricanandha) February 23, 2020
Another plus point is the improvement of the footwork of Rishabh Pant while keeping the wickets. He's not committing himself before the ball gets pitched. But what's worrying is the forms of Bumrah & Shami (and the technique of Shaw). #NZvIND
— Ayush Basu (@abasu0819) February 23, 2020
— faceplatter49 (@faceplatter49) February 23, 2020
ঋষভ পন্থের সেই আউট সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ কুড়িয়ে নিয়েছে।