দুরন্ত ঋষভ পন্থ। ব্যাটে, কিপিংয়ে। সেই কারণে এবার সীমিত ওভারের স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটল আবার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে পন্থকে রেখেই এবার দল ঘোষণা করে দেওয়া হল শনিবার।
পন্থ ছাড়া দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জায়গা পেয়েছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত খেলা ঈশান কিষান। পন্থের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।
আরো পড়ুন: এত কম টাকায় খেলবেন না! আইপিএল থেকে সরে দাঁড়ানোর পথে স্মিথ
শুধু ঈশান কিষানই নন, মুম্বই ইন্ডিয়ান্সের আরো এক তারকাও জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। আইপিএলের পর অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে সূর্যকুমার যাদব সুযোগ না পাওয়ায় অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবার ঘরের মাঠে সূর্যকুমারকে রাখা হল টি২০-তে।
নতুন মুখ হিসাবে স্কোয়াডে রয়েছেন বরুণ চক্রবর্তী, রাহুল তেওটিয়া। অস্ট্রেলিয়া সফরে আগেই জায়গা পেয়েছিলেন কেকেআরের তামিল স্পিনার। তবে চোট পাওয়ায় যেতে পারেননি বিদেশে। এবার ঘরের মাঠে জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় তিনি।
মার্চের ১২, ১৪, ১৬, ১৮ এবং ২০ তারিখে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ হবে।
টি২০ সিরিজে ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঈশান কিষান, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন