বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় ঝড় তুললেন ঋষভ পন্থ। জীবনের প্রথম আইপিএল সেঞ্চুরির (৬৩ বলে অপরাজিত ১২৮) হাত ধরেই গড়লেন ১৭টি রেকর্ড। দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও ঋষভের প্রশংসায় পঞ্চমুখ। সুরেশ রায়না ট্যুইটারে লিখলেন যে, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। অসাধারণ একটা ইনিংস দেখলেন। বীরেন্দ্র শেহওয়াগ বলছেন, শেষ ওভারে ভুবনেশ্বরের কোনও দোষ ছিল না।তাঁর মতে পন্থ খুবই ভাল খেলছিলেন।
১) আইপিএল ইলেভেনে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন পন্থ।
২) টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করলেন পন্থ।
৩) ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে ২৬ রান এসেছে ঋষভের ব্যাট থেকে। এখনও পর্যন্ত এটাই ভুবির সবচেয়ে দামি ওভার।
৪) ঋষভ একা হায়দরাবাদের বিরুদ্ধে যে রানটা করেছেন, অনেক ফ্র্যাঞ্চাইজি দলগত প্রয়াসে সানদের বিরুদ্ধে তার চেয়ে কম রান করেছে।
৫) ১০৮৫ রান- আইপিএলে দিল্লির জার্সিতে ঋষভের ব্যাট থেকে এসেছে এই রান। দিল্লির জার্সিতে পঞ্চম সর্বোচ্চ স্কোরার হয়ে গেলেন তিনি। প্রথম চারজন হলেন বীরেন্দ্র শেহওয়াগ (২১৭৪), ডেভিড ওয়ার্নার (১৪৩৫), গৌতম গম্ভীর (১১৮২), ও শ্রেয়স আয়ার (১১৬১)।
Can't believe what I just saw! Still remember the 97 he scored against GL last year. Unbelievable hitting from @RishabPant777. Great going my boy. Keep it up. #DDvSRH #IPL2018 pic.twitter.com/AK3mpC29Bx
— Suresh Raina (@ImRaina) May 10, 2018
৬) ১২৮ নট আউট- দিল্লির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
৭) ১৬৩.৬৫- সব মিলিয়ে দিল্লির হয়ে খেলা কোনও ব্যাটসম্যানের এটাই দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট।
আরও পড়ুন,আইপিএল ২০১৮: ঋষভে মুগ্ধ ট্য়ুইটার, শুভেচ্ছায় ভেসে গেলেন দিল্লির সেঞ্চুরিকারী
৮) ৫৭টি ছক্কা- তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শেহওয়াগ (৮৫টি) ও ওয়ার্নারের (৫৮) পর সবচেয়ে বেশি ছয় মারলেন পন্থ।
৯) ১০২ রান- বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মিলিয়ে রান করার ক্ষেত্রেও সর্বাধিক পন্থ। ১৫টি চার ও ৭টি ছয় মারলেন তিনি।
১০) কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০০ রান করলেন পন্থ।
What an amazing innings from such a talent @RishabPant777 absolutely on fire!!!!
— Mike Hussey (@mhussey393) May 10, 2018
১১) আইপিএলে ৩১তম (১৩তম ভারতীয়) ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন।
১২) ৫৬টি চার- এখনও পর্যন্ত এই মরশুমে এতগুলি চার মেরেছেন পন্থ। যা আর কেউ পারেননি।
১৩) ২৭টি ওভার বাউন্ডারি - এই মরশুমে এটাই মহেন্দ্র সিং ধোনির ছয়ের সংখ্যা। তাও ছুঁয়ে ফেললেন পন্থ।
১৪) ৫০০+রান- এই আইপিএলে প্রথম ব্য়াটসম্যান হিসেবে ৫০০ রান টপকে গেলেন পন্থ। ১১ ম্যাচে ৫২১ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় দিলেন তিনি।
Really special innings from Rishabh. Those were not bad balls from Bhuvi in the last over barring the last full toss, but Rishabh Pant is really special and I hope he is nurtured well. #DDvSRH
— Virender Sehwag (@virendersehwag) May 10, 2018
১৫) ১৫টি চার- এই মরশুমে এক ইনিংসে সর্বাধিক চার মারার নজির এটাই। সেটাও এখন ঋষভের দখলে।
১৬)১৫টি চারের সৌজন্য পন্থ এখন আইপিএলের ইতিহাসে। এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক বাউন্ডারি মারলেন তিনি। ছুঁয়ে ফেললেন মুরলী বিজয় ও কুইন্টন ডি কককে ছুঁলেন। এই তালিকায় সবার উপরে এবি ডিভিলিয়ার্স। এক ইনিংসে ১৯টি চার মেরেছিলেন তিনি।
১৭) ৫৬ বলে সেঞ্চুরি- পন্থ দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মরশুমে সেঞ্চুরি করলেন।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল গঠনের সময়ে ঋষভকে অবশ্য নজরে আনেননি নির্বাচকরা।