Advertisment

আইপিএল পর্যন্ত নজরে পন্থ, বলছেন সৌরভ-লক্ষ্মণরা

পন্থকে পরামর্শ দেওয়ার সময় গিলক্রিস্ট বলেছিলেন, ধোনিকে অন্ধ অনুসরণ না করে পন্থের উচিত নিজের স্বাভাবিক খেলা বজায় রাখা। পন্থকে আবার আইপিএল পর্যন্ত নজরে রাখা হবে বলছেন ভিভিএস লক্ষ্মণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant

ঋষভ পন্থ নজরে রয়েছেন (টুইটার)

বৃহস্পতিবার রোহিতের ব্যাটের ঝড়ে উড়ে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের দুরন্ত জয়েও ফের একবার খারাপ পারফরম্যান্সের কারণে শিরোনামে উঠে এসেছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে নামতে হয়নি পন্থকে। তবে উইকেটের পিছনে এবার খারাপ পারফরম্যান্স করেছেন তিনি। লিটন দাসকে স্ট্যাম্প করার সময় উইকেটের সামনে থেকে বল সংগ্রহ করে স্ট্যাম্পিং করেছেন। তৃতীয় আম্পায়ার পরে রিভিউয়ের পরে নটআউট ঘোষণা করেছেন লিটনকে।

Advertisment

তারপরেই চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন পন্থ। তবে পন্থ বারেবারে ব্যর্থ হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় পাশেই দাঁড়াছেন তরুণ উইকেটকিপার ব্য়াটসম্যানের। বিসিসিআইয়ের নতুন সভাপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি ধোনিকে মিস করছেন কিনা! মহারাজের সাফ জবাব, "ঋষভ পন্থ দারুণ ক্রিকেটার। একটু সময় দিতে হবে। দারুণ খেলার সামর্থ্য় রয়েছে ওর। ধীরে ধীরে পরিণত হবে ঋষভ। তবে ওর একটু সময় প্রাপ্য। বৃহস্পতিবার ভারত দারুণ খেলেছে।"

আরও পড়ুন ভিডিও: ঋষভ পন্থের স্টাম্পিংয়ের ভুলে জীবন পেলেন লিটন দাস

এর আগে পন্থকে পরামর্শ দেওয়ার সময় গিলক্রিস্ট বলেছিলেন, ধোনিকে অন্ধ অনুসরণ না করে পন্থের উচিত নিজের স্বাভাবিক খেলা বজায় রাখা। সম্প্রচারকারী চ্যানেলে পন্থের বিষয়ে বলতে গিয়ে অন্য কিংবদন্তি কুমার সাঙ্গাকারা জানান, পন্থ কী করতে চায়, সেই বিষয়ে নিজের মন পুরোপুরি পরিষ্কার রাখতে হবে ওকে। উইকেটের পিছনে যথাসম্ভব কম ভুল করতে হবে। পাশাপাশি ডিআরএস কলের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন India Vs Bangladesh: রাজকোটে সাইক্লোন রোহিত, সিরিজে সমতায় ফিরল ভারত

সাঙ্গাকারা আরও বলেন, "বিশ্বকাপের কথা মাথায় রাখলে পন্থের উচিত অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের কাছে নিজের ভূমিকা কী হতে চলেছে, তা পরিষ্কার করে নেওয়া।" রাজকোটের আগে দিল্লিতে পন্থের পারফরম্যান্স আগেই নিন্দিত হয়েছিল। ব্যাট হাতে ২৬ বলে পন্থের অবদান ছিল ২৭। সেই সঙ্গে উইকেটকিপার হিসেবে একাধিকবার ভুল ডিআরএস কল নিয়েছিলেন।

পন্থকে আবার আইপিএল পর্যন্ত নজরে রাখা হবে বলছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেছেন, "আইপিএলের আগে টিম ম্যানেজমেন্ট বোলিং ডিপার্টমেন্টে পরীক্ষা নিরীক্ষা চালাবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে পন্থকে আইপিএল পর্যন্ত নজরে রাখা হবে।"

Read the full article in ENGLISH

IPL Rishabh Pant Sourav Ganguly
Advertisment