Rishabh Pant: মাত্র ৫ মিনিট লাগবে! ফ্লপস্টার পন্থকে লাইনে আনার হুঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকার

Yograj Singh on Rishabh Pant: খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন পন্থ, আর তাঁকে নিয়েই এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ যোগরাজ সিং। তাঁর দৃঢ় বিশ্বাস, তিনি চাইলে ঋষভ পন্থের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আনতে পারেন।

Yograj Singh on Rishabh Pant: খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন পন্থ, আর তাঁকে নিয়েই এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ যোগরাজ সিং। তাঁর দৃঢ় বিশ্বাস, তিনি চাইলে ঋষভ পন্থের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আনতে পারেন।

author-image
Subhamay Mandal
New Update
Rishabh Pant LSG 1

Rishabh Pant IPL stats 2025: লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ

Rishabh Pant batting problems: IPL 2025-এ চলতি মরশুমে লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া ঋষভ পন্থের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। সোমবার, ১৯ মে, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে হেরে গিয়ে লখনউ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন পন্থ, আর তাঁকে নিয়েই এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ যোগরাজ সিং (Yograj Singh)। তাঁর দৃঢ় বিশ্বাস, তিনি চাইলে ঋষভ পন্থের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আনতে পারেন।

Advertisment

যোগরাজ সিং এতটাই আত্মবিশ্বাসী যে, তাঁর মতে পন্থকে আবার সেরা ফর্মে ফিরিয়ে আনতে তাঁর মাত্র পাঁচ মিনিট সময় লাগবে। এই প্রাক্তন ক্রিকেটার শুভমান গিল, অভিষেক শর্মা এবং সবচেয়ে বড় কথা, তাঁর ছেলে যুবরাজ সিংয়ের মতো প্রতিভাবান ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়েছেন। যোগরাজ মনে করেন, সামান্য ফোকাস আর দিশা পেলে পন্থ খুব তাড়াতাড়ি নিজের পুরনো ছন্দে ফিরে আসতে পারেন।

মঙ্গলবার আইএএনএস-কে যোগরাজ সিং বলেন, “ঋষভ পন্থের সমস্যার সমাধান মাত্র পাঁচ মিনিটেই সম্ভব। ওর মাথা স্থির নয়, আর ওর বাঁ কাঁধটা খুব বেশি খুলে যাচ্ছে। ওঁর মধ্যে দারুণ ট্যালেন্ট আছে, শুধু মনোযোগ দিয়ে খেললে খুব তাড়াতাড়ি সে নিজের সেরা ফর্মে ফিরবে।”

আরও পড়ুন পন্থকে এখনই বাদ দাও! লখনউকে বিরাট বার্তা প্রাক্তন ভারত অধিনায়কের

Advertisment

তাঁকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ার পর লখনউ সুপার জায়ান্টস পন্থকে ₹২৭ কোটির বিশাল অঙ্কে দলে নিয়েছিল। ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েনকা তখন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পন্থ একদিন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির মতো সফল অধিনায়কদের সারিতে পৌঁছাবেন। কিন্তু বাস্তবে তা কিছুই হয়নি। বরং এই আইপিএলে পন্থ নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। IPL 2025-এর গত ১০টি ম্যাচে তাঁর রান হল- ২, ২, ২১, ৬৩, ৩, ০, ৪, ৮ এবং ৭। বারবার বাজেভাবে আউট হচ্ছেন তিনি, যা আরও হতাশাজনক।

আরও পড়ুন ফের ব্যর্থ ২৭ কোটির 'ফ্লপস্টার', এক এক রানের জন্য লখনউয়ের ২০ লাখ খসাচ্ছেন পন্থ

একসময় ভারতের সাদা ও লাল বলের ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পন্থ। কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনার কারণে তাঁকে ক্রিকেট থেকে এক বছরেরও বেশি সময় দূরে থাকতে হয়েছিল। যদিও ২০২৪ সালে তিনি আবার IPL ও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেন, তবে ২০২৫ সালের আইপিএলে তাঁর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

Rishabh Pant Yograj Singh IPL 2025 LSG