মহেন্দ্র সিং ধোনির ছায়া জাতীয় দল থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সেনাবাহিনীর কর্তব্যের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাননি তিনি। তবে ধোনি না থাকলেও ধোনির প্রভাব রয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়। রয়েছে তাঁর যোগ্য উত্তরসূরির হাতেই। ঋষভ পন্থ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধোনিকে মনে করালেন। ব্যাট হাতে নয়। উইকেটের পিছনে দাঁড়িয়ে। সফল ডিআরএস রিভিউ নিয়ে।
মহেন্দ্র সিং ধোনি কেবলমাত্র ফিনিশার কিংবা ফ্ল্যামবয়েন্ট উইকেটরক্ষক হিসেবেই নয়। ক্রিকেট মাঠে ধোনির অগুনতি কীর্তির অন্যতম সফলভাবে ডিআরএস নেওয়া। সাধারণত, রিভিউ নিয়ে ধোনির ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে, এমন দৃষ্টান্ত খুবই কম। সেই ট্র্যাডিশনই এবার বজায় থাকল তাঁর উত্তরসূরি হিসেবে যাকে ধরা হচ্ছে সেই ঋষভ পন্থের জন্য।
আরও পড়ুন ক্রিকেটার নয়, ধোনি এবার জাতীয় দলে নতুন ভূমিকায়? সুখবর পন্থের কাছে
শাস্ত্রী-কোহলির ঝগড়া এবার ঋষভকে নিয়ে! বিরাটের সংসারে চরম অশান্তি
ভারতের হারে ভিলেন এই তিন জন! ছাঁটাই হওয়ার মুখে তাঁরা
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ ওভারের ঘটনা। নভদীপ সাইনি একটা স্লোয়ার ফুলটস দিয়েছিলেন। পোলার্ডের থাইয়ে আঘাত করে সেই বল। ভারতীয় ক্রিকেটারদের আবেদনে প্রাথমিকভাবে সাড়া দেননি আম্পায়ার। তবে পন্থ নিজেই ডিআরএস নিতে চেয়েছিলেন। কোহলিকে ভেবে দেখার অনুরোধও জানান তিনি। কোহলি ঋষভের কথায় ডিআরএস নেওয়ার পরেই দেখা যায় বল সরাসরি উইকেটে আঘাত হানছে। কোহলি প্রাথমিকভাবে নিজেও বিস্মিত হয়ে গিয়েছিলেন। কোহলি যুব ক্রিকেটারের পিঠ চাপড়ে দেন। সফল এই আবদনের সৌজন্যেই পোলার্ড হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ফিরে যান প্যাভিলিয়নে।
Rishabh pant
The future Indian DRS #INDvsWI— Abhishek (@Abhishekrahul31) August 3, 2019
উইকেটরক্ষক হিসেবে পন্থ সফলভাবে উত্তীর্ণ হলেও ব্য়াট হাতে তেমন প্রভাব ফেলতে পারলেন না। সুনীল নারিনকে স্লগ সুইপ হাকাতে গিয়ে আউট হয়ে ফিরে যান তিনি। স্কোরবোর্ডে কোনও রান না যোগ করেই। এটাই আবার পন্থের টি টোয়েন্টিতে দ্বিতীয় গোল্ডেন ডাক!
ফ্লোরিডায় ভারত প্রথম টি টোয়েন্টিতে জিতলেও রয়ে গিয়েছে অনেক প্রশ্ন। একশোরও কম রানে প্রতিপক্ষকে আউট করার পরে ভারতও ব্যাট হাতে বিপর্যয়ের সামনে পড়েছিল। কষ্টার্জিত প্রথম জয়ের পরে দ্বিতীয় ম্যাচে খেলতে রবিবারেই নামছে টিম ইন্ডিয়া। একই ভেন্যুতে কোহলিরা জয়ের ধারা বজায় রাখতে পারবেন কিনা, সেটাই আপাতত দেখার।