Advertisment

Ritika Sajdeh emoji on Aaron Finch's comment: রোহিতকে মন্দ কথায় ভাসিয়েছিলেন গাভাসকার! সানিকে এবার 'একহাত' বউ রীতিকার, তুঙ্গে সংঘাত

Team India head coach Gautam Gambhir: রোহিতের মান রক্ষা করতে এবার আসরে নামলেন স্ত্রী রীতিকা, ছুঁড়লেন গাভাসকারকে পাল্টা বাণ, কুপোকাত লিটল মাস্টার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit, Ritika, Gavaskar, রোহিত, রীতিকা, গাভাসকার

Ritika-Rohit: রোহিতের পাশে বারবারই দাঁড়াতে দেখা গিয়েছে তাঁর স্ত্রীকে। (ছবি- টুইটার)

Rohit Sharma wife Ritika Sajdeh's emoji on Aaron Finch's comment: তাঁর স্বামী ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়ায় তীব্র কটাক্ষ করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। আর, রোহিতের পাশে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় অ্যারন ফিঞ্চ। এই পরিস্থিতিতে ফিঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদেহ। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, রোহিত আর রীতিকার দ্বিতীয় সন্তান হতে চলেছে। সেই কারণেই পার্থ টেস্ট মিস করতে পারেন রোহিত।

Advertisment

এই পরিস্থিতিতে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকার সম্প্রতি মন্তব্য করেছেন যে রোহিত যদি প্রথম টেস্ট-এ জায়গা করে নিতে না পারেন, তাহলে ভারতীয় দলের উচিত পুরো সিরিজের জন্য একজন নতুন অধিনায়ক নিয়োগ করা। এই প্রসঙ্গে গাভাসকার বলেছিলেন, 'আমরা জেনেছি যে রোহিত শর্মা প্রথম টেস্ট-এ খেলবেন না। সম্ভবত তিনি দ্বিতীয় টেস্ট-এও খেলবেন না। যদি এমন হয়, তাহলে আমি বলছি, এখনই ভারতীয় নির্বাচক কমিটির রোহিতকে বলা উচিত যে যদি আপনাকে বিশ্রাম দিতেই হবে, যদি আপনি ব্যক্তিগত কারণে ছুটি নিতে চান, আর দুই-তৃতীয়াংশ ম্যাচেই না থাকেন, তবে আপনাকে এই সফরে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই খেলতে হবে। আমরা অন্য কাউকে অধিনায়ক করব।'

এই পরিস্থিতিতে গাভাসকারের সঙ্গে দ্বিমত পোষণ করেন অস্ট্রেলীয় ফিঞ্চ। গাভাস্কারের সাথে দ্বিমত পোষণ করে, ফিঞ্চ রোহিতকে সমর্থন করে বলেছিলেন যে সন্তানের জন্ম একটি বিশেষ ব্যাপার। রোহিত যাতে পরিবারকে এজন্য দরকারি সময়টা দিতে পারে, সেজন্য তাঁর ছুটি নেওয়াই উচিত। ফিঞ্চ বলেছিলেন, 'আমি সানির সাথে মোটেও একমত নই। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ওঁর স্ত্রীর সন্তান হওয়ার কারণে যদি ওঁর বাড়িতে থাকার দরকার হয়, বিশেষ করে এই সুন্দর মুহূর্তে, তবে ওঁর সেটাই করা উচিত।'

আরও পড়ুন- রোহিত তো মোটা, নড়তেই পারে না! ক্যাপ্টেন হিটম্যানকে নিয়ে এবার বিস্ফোরক জাদেজা

ফিঞ্চের এই মন্তব্যের প্রেক্ষিতেই, রীতিকা শুক্রবার একটি স্যালুট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে অভূতপূর্ব হোয়াইটওয়াশের পর, ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। হোয়াইটওয়াশ হওয়ায় ভারতীয় দলের কাছে এই ট্রফতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্য দলের ফলাফলের উপর নির্ভর না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে হলে ভারতকে এখন এই আসন্ন সিরিজের পাঁচটি টেস্ট-এর মধ্যে চারটিতে জিততেই হবে।

Rohit Sharma Team India Aaron Finch Ritika Sajdeh
Advertisment