Advertisment

চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে জয় রিয়ালের, ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন

হতাশার সাগরেই ডুবতে বসেছিল স্যান্টিয়াগো বার্নাব্যু। কিন্তু শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়ে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিলেন এ যাত্রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে জয় রিয়ালের, ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে জয় রিয়ালের, ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন

হতাশার সাগরেই ডুবতে বসেছিল স্যান্টিয়াগো বার্নাব্যু। কিন্তু শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়ে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিলেন এ যাত্রায়। ম্যাচের অতিরিক্ত সময় সিআর সেভেনের পেনাল্টিতেই রিয়াল হারিয়ে দিল জুভেন্তাসকে। কোয়ার্টার ফাইনালের দু লেগ মিলিয়ে জিনেদিন জিদানের শিষ্য়রা মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে ৪-৩ হারিয়ে দিল। এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল শেষ দু বারের চ্যাম্পিয়ন রিয়াল।

Advertisment

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুরিনে গিয়ে রিয়াল ৩-০ গোলে হারিয়ে এসেছিল জুভেন্তাসকে। রোনাল্ডো একাই জোড়া গোল করেছিলেন সেই ম্যাচে। ও অপর একটি গোল তিনি মার্সেলোকে দিয়ে করিয়েছিলেন। অ্যাওয়ে ম্যাচে তিন গোল জিতে আসার অ্যাডভান্টেজেই ছিল রিয়াল। কিন্তু বুধবার রাতে নিজেদের ঘরের মাঠেই একপ্রকার হারতে বসেছিল রিয়াল। ম্যাচের ৪০ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য প্রায় লিখেই ফেলেছিলেন মারিও মান্দজুকিচ (২ ও ৩৭ মিনিট)। এরপর দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের হয়ে ব্যবধান বাড়ান ব্লাইসি মাতুইদি (৬০ মিনিট)। কিন্তু ম্যাচের ৯৭ মিনিটে রোনাল্ডোই পেনাল্টিতে গোল করে জুভেন্তাসের স্বপ্নভঙ্গ করেন। রোনাল্ডোর গোলের সঙ্গে সঙ্গেই সেলিব্রেশনে গা ভাসায় স্যান্টিয়াগো বার্নাব্যু।

অন্যদিকে ড্র করেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল বুন্দেশলিগায় শিরোপার ডাবল হ্যাটট্রিক করা বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা সেভিয়ার মাঠে গিয়ে ২-১ জিতে এসেছিল। ফলে সেমিফাইনালে ওঠার জন্য ঘরের মাঠে ড্র করলেই চলত। অ্য়ালিয়েঞ্জ এরিনাতে সেটাই করল বায়ার্ন। প্রথম লেগে সেভিয়াই বায়ার্নের শেষ চারের রাস্তাটা অনেকটা প্রশস্ত করে দিয়েছিল। ম্যাচের ৩২ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। কিন্তু ৩৭ মিনিটে জেসাস নাভাসের আত্মঘাতী গোলই বায়ার্নকে সমতায় ফেরায়। এরপর ৬৮ মিনিটে থিয়াগো আলকান্তারার গোলে বায়ার্ন ২-১ ম্যাচ জিতেছিল।

আরও পড়ে দেখতে ক্লিক করুন

বাইসাইকেল কিকে ঝলসালেন রোনাল্ডো, জুভেন্তাসের ফ্যানেরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন

Champions League
Advertisment