Advertisment

Shreyas Iyer Double century: টিম ইন্ডিয়া থেকে বাতিল তারকার ব্যাটে রঞ্জিতে ২০০, পরপর রেকর্ড! চাপে চুরমার এবার কোহলি

Ranji Trophy 2024/2025: কোহলির ব্যাটে রান নেই, এদিকে পরপর সেঞ্চুরি এই তারকার, এবার কি তবে কোহলি বিদায়ের লগ্ন হাজির। এবার এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, Virat Kohli, টিম ইন্ডিয়া, বিরাট কোহলি,

Team India-Virat Kohli: বিরাটের পারফরম্যান্স দীর্ঘদিন ধরেই খারাপ। (ছবি- টুইটার)

Shreyas Iyer Double century against Odisha in Ranji Trophy: শ্রেয়াস আইয়ার তাঁর ৯ বছরের কেরিয়ারে মুম্বইয়ের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন। ক্যারিয়ার-সেরা প্রথম শ্রেণির স্কোর করলেন এই খেলোয়াড়। বৃহস্পতিবার মুম্বইয়ের বিকেসি মাঠে ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে এই নয় বছরে তাঁর প্রথম ডবল সেঞ্চুরি করলেন। এর আগে ২০১৫ সালের অক্টোবরে তিনি রঞ্জি ট্রফিতে ডবল সেঞ্চুরি করেছিলেন। এই দুটো ছাড়াও, প্রথম শ্রেণির ক্রিকেটে শ্রেয়সের দ্বিশতক আছে। 

Advertisment

দ্বিতীয় রাউন্ডে মহারাষ্ট্রের বিরুদ্ধে তার আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার পথের বাইরে থাকা ভারতীয় ব্যাটারটি কাজ করেছে। শ্রেয়াস আইয়ার প্রথম-শ্রেণীর শতরান করার পর থেকে প্রায় তিন বছর, 38টি ইনিংস এবং কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। সর্বশেষটি 2021 সালের নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল।

দ্বিতীয় রাউন্ডে মহারাষ্ট্রের বিরুদ্ধে তাঁর আগের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রেয়স। এর প্রায় তিন বছর আগে শ্রেয়স সেঞ্চুরি করেছেন। মধ্যে বেশ কিছু ইনিংস খেললেও সেঞ্চুরি হয়নি। অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ২০২১ সালের নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। সেই সময় শ্রেয়স শেষবার সেঞ্চুরি করেছিলেন। 

২৯ বছরের শ্রেয়স কাঁধের চোটের জন্য তৃতীয় রাউন্ডে ত্রিপুরায় মুম্বই সফর থেকে বাদ পড়েন। ওড়িশার বিরুদ্ধে প্রথম দিনে আইয়ার সেঞ্চুরি করেন মাত্র ১০১ বলে। রান করেন ১৫২। যার মধ্যে ছিল ১৮টি চার ও ৪টি ছক্কা। আইয়ারের সঙ্গ দেন, সিদ্ধেশ লাড। মুম্বই ক্রিকেট দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে লাড ২৩৪ বলে অপরাজিত ১১৬ রান করেন। আর, আইয়ার শেষ পর্যন্ত ২২টি চার এবং ৮টি ছক্কায় ডবল সেঞ্চুরি করেন। মুম্বইয়ে ২০১৭-১৮ সালে বর্ডার-গাভাসকার ট্রফির আগে সফররত অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে অপরাজিত ২০২ রানের পর বৃহস্পতিবারই শ্রেয়স প্রথম-শ্রেণির ম্যাচে ডবল সেঞ্চুরি করলেন।

আরও পড়ুন- সৌরভের সঙ্গে কথা বলেই বদল অবসরের সিদ্ধান্ত! বড় স্বীকারোক্তিতে ফাঁস টিম ইন্ডিয়া তারকার

আইয়ারের এই দ্বি-শতরান ভারতীয় টেস্ট দলে তাঁর ফেরার আশা জাগিয়ে তুলল। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি জাতীয় দলে ছিলেন। কিন্তু, অস্ত্রোপচারের পরে পিঠের সমস্যার জন্য তাঁকে বিশ্রামে থাকতে হয়। অক্টোবরের শুরুতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইয়ার বলেছিলেন, 'আমি ফিরতে চেষ্টা চালাচ্ছি। আমার কাজ হল পারফরম্যান্স করা। যতটা সম্ভব খেলা। সঙ্গে, এটাও দেখা যাতে আমার শরীর সেটা নিতে পারে। তাই আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'

Ranji Trophy Test cricket Virat Kohli Shreyas Iyer
Advertisment