Advertisment

Robin Uthappa-Virat Kohli: যুবরাজকে পিছন থেকে ল্যাং মেরেছিলেন, কোহলির মুখোশ খুলে দিলেন উত্থাপ্পা

Kohli had a role in cutting Yuvraj’s career: ক্যানসার-জয়ী যুবরাজকে কীভাবে পিছন থেকে ছুরি মারেন কোহলি? উত্থাপ্পার বলা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ছে ক্রিকেট দুনিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh-Virat Kohli: যুবরাজ সিং ও বিরাট কোহলি

Yuvraj Singh-Virat Kohli: যুবরাজ সিং ও বিরাট কোহলি। (ছবি- টুইটার)

Kohli had a role in cutting Yuvraj’s career: যুবরাজ সিংয়ের কেরিয়ারে চটজলদি দাঁড়ি টানার পিছনে কোহলির বিরাট ভূমিকা। এবার বোমা ফাটালেন রবিন উত্থাপ্পা। ২০১১ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপের সময় যুবরাজ ক্যান্সারে আক্রান্ত হন। সেই বছরের শেষের দিকে আমেরিকায় চিকিৎসা করান। তারপর ক্যানসারকে জয় করেন।

Advertisment

২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয় এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে যুবরাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই প্রতিযোগিতাতেই বছর ৪৩-এর যুবরাজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। কিন্তু, এরপর ২০১১-য় ভারতে আয়োজিত বিশ্বকাপের সময় যুবরাজের ক্যানসার হয়। সেই বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা করান। 

যুবরাজ পরে ভারতীয় দলে ফেরেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কয়েকটি ভালো ইনিংসও খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের কোচ ছিলে রবি শাস্ত্রী। অধিনায়ক রোহিত শর্মা। যুবরাজকে শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয়। ২০১৯-এ তিনি অবসর নেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার অভিযোগ, যুবরাজের কেরিয়ার ছোট করার পিছনে কোহলির হাত ছিল।

এক সাক্ষাৎকারে উত্থাপ্পা বলেছেন, 'যুবি পা-র কথাই ধরুন। লোকটা ক্যানসারকে হারিয়েছে। আন্তর্জাতিক দলে ফিরেছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। দুটো বিশ্বকাপ জিতেছে। ভারতের জয়ে বিরাট ভূমিকা নিয়েছে। আর, ক্যাপটেন হওয়ার পর আপনি সেই লোকটাকেই বলছেন যে ও আর আগের মত দম পায় না। আমি নিজে ওঁর সঙ্গে থেকে দেখেছি, ও দম পাচ্ছে না।'

Advertisment

উত্থাপ্পা বলেন, 'যেই অধিনায়ক হলেন, অমনি ওসব বলা শুরু করে দিলেন! হ্যাঁ, এটা ঠিক যে অধিনায়কের একটা স্তর বজায় রাখার দায়িত্ব থাকে। কিন্তু, সবাই তো একরকম না। নিয়ম যেমন থাকে, ব্যতিক্রমও তো থাকে। যুবরাজ এমন একটা লোক, যে ব্যতিক্রম। ও শুধু টুর্নামেন্ট জেতায়নি। ক্যানসারকেও হারিয়েছে। সেই অর্থে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জকে পরাজিত করেছে।'

আরও পড়ুন- ফর্মের ১২টা বাজতেই, সপরিবারে ধর্মগুরুর শরণে বিরাট

কোহলির কারসাজি ফাঁস করে উত্থাপ্পার সোজা কথা, 'যুবরাজ ফিটনেস টেস্ট পাস করতে পারেনি। মাত্র দু'পয়েন্ট ছাড় দেওয়ার অনুরোধ করেছিল। সেটা দেওয়া হয়নি। তারপর যেই ফিটনেস টেস্ট পাস করে দলে ফিরল, একটা টুর্নামেন্টে খারাপ খেলতেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। দলীয় নেতৃত্ব এনিয়ে টুঁ শব্দটি করল না। সেই সময় বিরাটই নেতা ছিল। ওঁর মত ছাড়া তো কিছু হয়নি!'

cricket ICC Cricket World Cup Cricket News Virat Kohli Yuvraj Singh Champions Trophy Robin Uthappa
Advertisment