ক্রিকেট আর বলিউড- এই দুইয়ের মিশ্রণে কোহলি দম্পতির ভারতজোড়া পরিচিতি। তার মধ্যেই বিভিন্ন সময় তাঁদের দেখা গিয়েছে নানা তীর্থস্থানে। তা সে কাশী বিশ্বনাথ মন্দিরেই হোক অথবা কোনও ধর্মগুরুর কাছে। এবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে দেখা গেল বৃন্দাবনে আধ্যাত্মিক গুরুর দরবারে। এই ধর্মগুরু প্রেমানন্দর আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতজোড়া খ্যাতি। দরবারে তিনি সকলের সামনেই কোহলির বিরাট প্রশংসা করলেন। বললেন, 'ও যখন ক্রিকেট খেলে, গোটা দেশ খুশি হয়ে যায়। ও যখন ভারতের হয়ে ম্যাচ জেতে, গোটা দেশ পটকা ফাটায়।'
এই তীর্থ সফরে কোহলি আর অনুষ্কার সঙ্গে দুই সন্তান ভামিকা আর আকায়েও ছিল। ধর্মগুরু প্রেমানন্দের সঙ্গে কোহলি-অনুষ্কার কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার থেকেই জানা গেল, এটা প্রথম না। কোহলি আর অনুষ্কা নাকি প্রেমানন্দের দরবারে ২০২৩ সালের জানুয়ারিতেও এসেছিলেন। দীর্ঘদিন ধরেই কোহলি দম্পতির এই ধর্মগুরুর সঙ্গে যোগাযোগ। অনুষ্কাকে যেমন বলতে শোনা গেল, 'আগের বার যখন এসেছিলাম, আমার মনে তখন কিছু প্রশ্ন জেগেছিল। ভাবলাম প্রশ্নগুলো করি। কিন্তু, যাঁরা ওখানে বসেছিলেন, তাঁরা প্রত্যেকেই দেখলাম সেই সব প্রশ্নগুলোই করলেন। আবার যখন আপনার সঙ্গে দেখা করার কথা ভাবলাম, আপনার সঙ্গে যেন আমার মনের মধ্যেই একটা কথাবার্তা চলছিল।'
এসব শোনার পর কোহলিকে হাসতে দেখা গিয়েছে। প্রেমানন্দ এরপর কোহলির সম্পর্কে বলেন, 'যদিও ক্রিকেট শুধুমাত্র একটা খেলা। কিন্তু, ও জিতলে তো গোটা দেশ আনন্দিত হয়। এটা কি একটা সাধনা না? ধর্মচর্চা যেমন একটা ঈশ্বরের সেবা। তেমনি খেলাটাও একটা ঈশ্বরের সেবা। ঈশ্বর ওঁকে খেলার সেবা করার সুযোগ দিয়েছেন।'
Virat Kohli और Anushka Sharma की पूज्य महाराज जी से क्या वार्ता हुई ? Bhajan Marg pic.twitter.com/WyKxChE8mC
— Bhajan Marg (@RadhaKeliKunj) January 10, 2025
প্রেমানন্দ একথা বললেও কোহলির ফর্ম এখন বেশ খারাপ। অস্ট্রেলিয়া সফরে পার্থ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করলেও বাকিগুলোতে কিছুই করতে পারেননি। ৯ ইনিংসে কোহলির রান ১৯০। এই ব্যর্থতা কীভাবে সহ্য করতে হবে, সেই জ্ঞান ওই ধর্মসভায় কোহলিকে দিয়েছেন প্রেমানন্দ। তিনি বলেছেন, 'তোমাকে এজন্য ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। ঈশ্বরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এটা কঠিন কাজ। ব্যর্থতাকে হাসিমুখে সহ্য করা অনেক বড় ব্যাপার।'
আরও পড়ুন- ২৪ টেস্ট খেলা ক্রিকেটারকে বসালেন শচীনের সিংহাসনে! ফের শুরু, 'গুরু' গ্রেগ
স্বামী-স্ত্রী দু'জনেই তারকা। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ তাঁদের চেনে। তারপরও বিরাট-অনুষ্কার ধর্মবিশ্বাসে ঘাটতি নেই। এজন্য কোহলি দম্পতির প্রশংসা করেছেন প্রেমানন্দ স্বামী। দু'জনের ধর্মপ্রীতি দেখে খুশি হয়ে তিনি বলেন, 'এই দম্পতিকে মহাবিশ্ব বিরাট স্বীকৃতি দিয়েছে। তারপরও তাঁরা ধর্মবিশ্বাস ছাড়েননি। ওঁরা সত্যিই সাহসী।'