Advertisment

রাফায়েল নাদালকে সরিয়ে মগডালে রজার ফেডেরার

রাফায়েল নাদালকে সরিয়ে এটিপি র‌্যাঙ্কিংয়ে একে উঠে এলেন রজার ফেডেরার। মাদ্রিদ মাস্টার্স থেকে নাদাল ছিটকে যাওয়ায় প্রভাব পড়ল টেনিসের ক্রমতালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Roger Federer

রাফায়েল নাদালকে সরিয়ে মগডালে রজার ফেডেরার

রাফায়েল নাদালকে সরিয়ে এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন রজার ফেডেরার। মাদ্রিদ মাস্টার্স থেকে নাদাল ছিটকে যাওয়ায় প্রভাব পড়ল টেনিসের ক্রমতালিকায়। সোমবার এটিপি সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। গত মার্চ থেকে কোর্টের বাইরে রয়েছেন ফেডেরার। তা সত্ত্বেও এক নম্বরেই রয়েছেন তিনি।

Advertisment

অন্যদিকে ২০০৬-এর অক্টোবরের পর কেরিয়ারের সবচেয়ে খারাপ র‌্যাঙ্কিং পেলেন নোভাক জকোভিচ। ছ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে এলেন তিনি। মাদ্রিদে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যান জোকার। মাদ্রিদের মুকুট ছিনিয়ে নেওয়া আলেক্সজান্দার জেরেভ রইলেন তিন নম্বরে। রবিবার তাঁর হাতে ফাইনাল হারা ডমিনিক থিয়েম এক ধাপ পিছিয়ে আটে এসেছেন। জেরেভই মাদ্রিদ মাস্টার্সে নাদালকে ছিটকে দিয়েছিলেন।

আরও পড়ুন, মির্জা-মালিকের প্রতীক্ষায় শোয়েব-সানিয়া!

এবারের র‌্যাঙ্কিংয়ে চমকে দেওয়ার অগ্রগমন হয়েছে রাশিয়ান খেলোয়াড় ডেনিস শাপোভালোভের। ১৪ ধাপ এগিয়ে ২৯-এ এসেছেন তিনি। ভারতীয়দের মধ্যে য়ুকি ভামব্রি আট ধাপ পিছিয়ে ৯৪-তে এসেছেন।  অন্যদিকে ১২৪ নম্বরেই রয়ে গেলেন রামকুমার রামানাথন। চলতি মাসের শেষের দিকে ভামব্রি নামবেন জীবনের প্রথম ফরাসি ওপেনে। আপাতত তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Advertisment

অন্যদিকে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে চোখ রাখলে দেখা যাবে যে, পেত্রা কিতোভা দু ধাপ এগিয়ে আটে এসেছেন। গত রবিবার কিকি বার্টেন্সকে হারিয়ে মাদ্রিদ ওপেন জিতেছেন তিনি। ২০১১ ও ২০১৫-র পর ফের কিতোভা মাদ্রিদে চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে এক বছরে চারটি খেতাব চলে এল তাঁর। সেন্ট পিটার্সবার্গ, দোহা ও প্রাগের পর মাদ্রিদে জয় পেলেন তিনি। বার্টেন্স পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে এসেছেন।

সেরা ৫০-এর মধ্যে আসতে পেরেছেন মারিয়া শারাপোভা। ১২ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে তিনি।ক্যারোলিনা প্লিসকোভার কাছে কোয়ার্টার ফাইনাল হেরেও একেই রয়েছেন সিমোনা হালেপ। ভারতীয় মহিলাদের মধ্যে অঙ্কিতা রায়না সাত ধাপ এগিয়ে ১৮৭ নম্বরে এসেছেন। করমন কউর থান্ডি ১৬ ধাপ এগিয়ে ২৫৪ নম্বরে এসেছেন।

Roger Federer Rafael Nadal
Advertisment