Champions Trophy 2025, India vs New Zealand match: রবিবার নিউজিল্যান্ড ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে ভারতীয় দল এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে। তবুও নিয়মরক্ষার জন্য খেলতেই হবে ভারত এবং নিউজিল্যান্ডকে। এই ম্যাচের ফলাফল তেমন গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র নির্ধারিত হবে কোন দল অপর গ্রুপের রানার্স আর কোন দল অপর গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে, সেটুকুই। কিন্তু, তারপরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল কেমন খেলে, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। আর সেখানেই সমর্থকদের প্রশ্ন, নিউজিল্যান্ড ম্যাচে কি ভারতীয় দলের অভিজ্ঞ দুই খেলোয়াড় রোহিত শর্মা এবং মহম্মদ শামি খেলবেন?
গ্রুপ পর্বের এই ম্যাচে জিততে পারলেই সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রাখবে টিম ইন্ডিয়া। রবিবার তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় একাদশ কেমন হতে যাচ্ছে, সে ব্যাপারে দর্শক এবং টিম ইন্ডিয়ার সমর্থকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তবে সবকিছু ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, রোহিত শর্মা ও মহম্মদ শামি নিউজিল্যান্ড ম্যাচে খেলবেন কি না, সেটাই। আর এই জল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় দলেরই অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় কে এল রাহুল।
রাহুল এই প্রসঙ্গে বলেন আমি যতদূর জানি চোটের জন্য এই ম্যাচ কেউ খেলবে না, দলে এমন কোনও পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি হয়নি। কারওই ফিটনেস নিয়ে কোনওরকম সমস্যা নেই তবে কে খেলবে আর কে খেলবে না সেই ব্যাপারটা আমি বলতে পারব না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, তারাই বলতে পারবে। তবে, সেমিফাইনালের আগে একটা পরীক্ষা-নিরীক্ষার রাস্তা খোলা আছে। আমার মনে হয় সেটা হলেও হতে পারে। তবে সঠিক জানি না। এমন কোনও পরীক্ষা-নিরীক্ষা নিউজিল্যান্ড ম্যাচের আগে করা হবে কি না, সেটা বলা খুব কঠিন। কারণ নিউজিল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। গোটাটাই টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।'
আরও পড়ুন- এখনও কি সেমিফাইনালে উঠতে পারবে আফগানিস্তান? কী হলে সেটা সম্ভব
এর আগে শোনা যাচ্ছিল, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা চোট পেয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না। তাঁর জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক শুভমান গিল। যদিও, সেই ব্যাপারে দলের কেউ মুখ খোলেনি। এবার, ভারতীয় দলের তরফেই কার্যত বুঝিয়ে দেওয়া হল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত অন্তত থাকছেন। যদিও রাহুল শেষ সিদ্ধান্ত নেওয়ার দায়ভার টিম ম্যানেজমেন্টের ঘাড়েই ঠেলে দিয়েছেন। তারপরও এটুকু নিশ্চিত যে টিম ইন্ডিয়ার কারও অন্তত চোট নেই।