Rohit Sharma: নিজের জন্য জলাঞ্জলি দিয়েছেন দলের স্বার্থ, বড় অভিযোগে বিদ্ধ ক্যাপ্টেন রোহিত

Rohit Sharma: রোহিতের বিরুদ্ধে বিরাট অভিযোগ, এবার দলের স্বার্থ-বিরোধী কাজে নাম জড়াল তাঁর। এমসিজি টেস্টে ভারতের ভয়াবহ পরাজয়ে রোহিতের ওপর ক্ষুব্ধ অনেকেই।

Rohit Sharma: রোহিতের বিরুদ্ধে বিরাট অভিযোগ, এবার দলের স্বার্থ-বিরোধী কাজে নাম জড়াল তাঁর। এমসিজি টেস্টে ভারতের ভয়াবহ পরাজয়ে রোহিতের ওপর ক্ষুব্ধ অনেকেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা। (ছবি- টুইটার)

Rohit Sharma accused:দলের ওপরে নাকি নিজেকে স্থান দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার এমন ভয়ংকর অভিযোগ উঠল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের বিরুদ্ধে। এমসিজি টেস্টে তিনি ওপেনার হিসেবে টানা ভালো খেলে চলা কেএল রাহুলকে সরিয়ে নিজে ওপেন করেছেন। ফল হয়েছে যে রাহুলও ব্যর্থ হয়েছেন আর রোহিতও। এমসিজির আগে এডিলেড এবং ব্রিসবেনে রোহিত ৬ নম্বর পজিশনে ব্যাট করেছিলেন। কিন্তু, কিছুই করতে পারেননি। এমসিজিতে রোহিত ওপেন করবেন বলে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল শুভমান গিলকে। 

Advertisment

এরপরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া রোহিতকে মনে করিয়ে দিয়েছেন যে, এমএস ধোনি এবং বিরাট কোহলি রোহিতকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যানের পজিশনে তাঁকে জায়গা করে দিয়েছিলেন। এই প্রসঙ্গে চোপড়া তাঁর ইউটিউব শোতে বলেছেন, 'রোহিত মিডল অর্ডারে খেলতেন। কিন্তু, তাঁর কেরিয়ারে প্রথমবার এমএস ধোনি এবং বিরাট কোহলি রোহিতকে মিডল অর্ডার থেকে ওপেনিং পজিশনে জায়গা দেন। ধোনি দিয়েছিলেন একদিনের ফরম্যাটে। আর কোহলি দিয়েছিলেন টেস্টে।' 

এই প্রসঙ্গে আকাশ চোপড়ার অভিযোগ যে রোহিত কিন্তু এই ব্যাপারে ধোনি বা কোহলিকে অনুসরণ করতে পারলেন না। তিনি উলটে ধারাবাহিক ভালো রান করে চলা কেএল রাহুলকে ওপেনিং পজিশন থেকে সরিয়ে তিনে পাঠিয়ে দিলেন। আর, রাহুলকে তিনে জায়গা দিতে শুভমান গিলকে দল থেকেই বাদ দিয়ে দিলেন। এই প্রসঙ্গে চোপড়া বলেছেন, 'অধিনায়ক রোহিত এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের স্বার্থেই নিয়েছেন। এতে দলের কোনও স্বার্থ ছিল না। খুব সৎ ভাবে বলা যেতে পারে, এটা দলের স্বার্থে হতেই পারে না। কারণ, রাহুল ওপেনার হিসেবে খুব ভালো ব্যাট করছিল। শুভমান গিল, যিনি ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তাঁকে দল থেকেই বাদ দিয়ে দেওয়া হল।'

আরও পড়ুন- রোহিত নন, বুমরাকেই ঘোষণা করা হল ক্যাপ্টেন! সিডনি টেস্টের আগে বড় সিদ্ধান্ত

Advertisment

এই প্রসঙ্গে রোহিতের তীব্র সমালোচনা করে আকাশ চোপড়া বলেছেন, রোহিত আসলে নিজের স্বার্থের কথা ভেবেছিলেন। তাই তিনি অমন সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'রোহিত আসলে নিজের স্বার্থের কথা ভেবেছিল। দলের স্বার্থের কথা ভাবেনি। এটা অধিনায়ক হিসেবে ওঁর কেরিয়ারে প্রথমবার ঘটল। কাজটা ঠিক হয়নি। ভারত মেলবোর্নের ম্যাচটা ড্র পর্যন্ত করতে পারেনি।'

Rohit Sharma Test cricket Cricket News Indian Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy