/indian-express-bangla/media/media_files/2025/05/13/m7TXNdaJMzUm08PtJIrm.jpg)
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
Rohit Sharma and Virat Kohli: প্রথমে রোহিত শর্মা। আর এবার বিরাট কোহলি। এক সপ্তাহের মধ্যেই টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) দুই কিংবদন্তী ব্যাটার টেস্ট ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলেন। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন রোহিত শর্মা। আর ১২ মে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকেও নিঃশব্দে বিদায় জানিয়ে চলে গেলেন। এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন।
অজিভূমে খারাপ ব্যাটিং
বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ ছিলেন। সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সম্প্রতি লাল বলের ক্রিকেটে দুজনের ফর্ম নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই ব্যাটারই বড় রান করতে পারেননি। তা নিয়ে কম সমালোচনার ঝড়ও বয়ে যায়নি। কে ছিলেন না সেই তালিকায়? যে পেরেছেন, সুযোগ বুঝে নিজেদের হাত সেঁকে নিয়েছেন। যদিও সমালোচকের টেস্ট কেরিয়ার এবং পরিসংখ্যান নিয়ে একাধিক প্রশ্ন উঠতে পারে।
Virat Kohli Test Retirement: অভিমান, পরিস্থিতির চাপ নাকি...! এই ৫ কারণেই তড়িঘড়ি অবসর বিরাট কোহলির
ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল না?
যাক গে সেইসব কথা। বিদায় জানানোর পর এই বিতর্ক নেহাতই অর্থহীন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, ভারতের এই দুই 'মহারথী' ক্রিকেটারের কি একটা ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল না? ভারতের সবথেকে সফল টেস্ট ক্রিকেট অধিনায়ক হলেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে যে সাফল্যের রেকর্ড নেই, বিরাট সেই অসাধ্য সাধনই করে দেখিয়েছেন। যে মানুষটা মাত্র ৭৭০ রানের জন্য দশ হাজার রানের মাইলফলকটা স্পর্শ করলেন না, তাঁর জন্য কি এই সামান্যতম সম্মান প্রাপ্য ছিল না?
Virat Kohli Retirement: বিরাটের অবসর নিয়ে কী বলল ভারতীয় সেনা? হৃদয়স্পর্শী মন্তব্য নিমেষে ভাইরাল
অভিমানেই অবসর নিলেন বিরাট-রোহিত?
এই প্রসঙ্গে বিরাটের অবসর প্রসঙ্গে অনুষ্কা শর্মার সোশ্যাল মিডিয়া পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ হওয়াটাই স্বাভাবিক। বলি অভিনেত্রী লিখেছিলেন, 'তোমার চোখের জল আমি মনে রাখব...'। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি বিরাট চূড়ান্ত অভিমানেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন?
একই কথা প্রযোজ্য রোহিত শর্মার ক্ষেত্রেও। কয়েকদিন আগেও যে মানুষটা একটা পডকাস্টে বলেছিল যে ইংল্য়ান্ড সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তাহলে তাঁরই বা আচমকা কী হল? এই সিদ্ধান্ত যে একেবারেই হঠকারী নয়, তা দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের দুয়োরানিসুলভ আচরণই অবসরের আসল কারণ? নাহলে অন্তত একটা বিদায়ী ম্য়াচের জন্য অপেক্ষা করাই যেত। আপনারা কী বলেন?