Advertisment

টেস্টেও রোহিতকে ওপেন করানোর ভাবনা, ইঙ্গিত প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের

ওয়ানডে-র পর এবার টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করানোর ভাবনা টিম ম্য়ানেজমেন্টের। এমনটাই ইঙ্গিত দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma as Test opener

টেস্টেও রোহিতকে ওপেন করানোর ভাবনা, ইঙ্গিত প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের (ছবি-টুইটার/বিসিসিআই)

ওয়ানডে-র পর এবার টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করানোর ভাবনা টিম ম্য়ানেজমেন্টের। এমনটাই ইঙ্গিত দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। সদ্য়সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে কেএল রাহুলের ফর্ম চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়াকে।

Advertisment

ময়ঙ্ক মারকাণ্ডের সঙ্গে ওপেন করতে নেমে রাহুল যথাক্রমে চার ইনিংসে ১৩, ৬, ৪৪ ও ৩৮ রান করেছিলেন। ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা ভেবেই এবার টেস্টে ওপেনিং অর্ডার নিয়ে ভাবনা শুরু করে দিলেন নির্বাচকরা।

আরও পড়ুন: আদালতের রায়ে স্বস্তিতে শামি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে রইল না সমস্য়া

রোহিত শর্মা টেস্ট দলে মিডল অর্ডার ব্য়াটসম্য়ান হিসাবেই খেলেন। কিন্তু ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে মিডল অর্ডারে অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারীর সফল হয়েছেন। ফলে রোহিতকে ব্য়াটিং অর্ডারে এগিয়ে আনার কথাই ভাবা হচ্ছে। প্রসাদ ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এখনও পর্যন্ত নির্বাচক কমিটি আলোচনায় বসেনি। পরের বাব বৈঠকে আমরা অবশ্য়ই রোহিতকে ওপেন করানোর বিষয়টা মাথায় রাখব। রাহুল নিঃসন্দেহে খুবই প্রতিভাবান ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে ও কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা চিন্তায় আছি। ওকে আরও কিছুটা সময় উইকেটে কাটিয়ে ছন্দে ফিরতে হবে।"

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের দুই স্টার স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল দলের সঙ্গে ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ দলে রাখা হয়নি তাঁদের। রাহুল চাহার ও ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছেন প্রোটিয়াদের বিরুদ্ধে। ক্যারিবিয়ান সফরেও তাঁরা দলে ছিলেন। প্রসাদ বলছেন আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই তাঁরা স্পিনিং বিভাগে বৈচিত্র্য় এনে দলের তরুণদের পরখ করে নিতে চাইছেন।

BCCI Rohit Sharma
Advertisment