Advertisment

চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের

চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে রোহিত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। রোহিতের ঝুলিতে চলে আসল ১০৩০ রান। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে টপকে গেলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

India vs West Indies 3rd T20 LIVE Streaming: কখন আর কোথায় দেখবেন ভারত-উইন্ডিজ তৃতীয় টি-২০!

টিম ইন্ডিয়ার মারকুটে ওপেনার রোহিত শর্মা চলতি বছর আছেন দুরন্ত ফর্মে। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ন’উইকেটে জিতে নিয়েছে ভারত।৩-১ সিরিজ জয়ের স্বাদ পেয়েছে কোহলি অ্যান্ড কেং। এদিন প্রথমে ব্যাট করে উইন্ডিজ ১০৪ রান তুলেছিল। জবাবে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা (৫৬ বলে অপরাজিত ৬৩) ও বিরাট কোহলির  (২৯ বলে অপরাজিত ৩৩) ব্যাটে ভর করে অনায়াসে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

Advertisment

রোহিত এই রানের সৌজন্যে চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। রোহিতের ঝুলিতে চলে আসল ১০৩০ রান। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে টপকে গেলেন তিনি। মাত্র ১৯ ম্যাচ খেলে হিটম্যান এই মাইলস্টোন স্পর্শ করেছেন। ৭৩.৫৭-এর গড়ে এই রান করেছেন তিনি। এর মধ্যে রোহিতের সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস রয়েছে। পাঁচটি সেঞ্চুরি ও তিনটি অর্ধ-শতরান রয়েছে তাঁর ক্যালেন্ডার বর্ষে।

আরও পড়ুন: আরবসাগরের তীরে রোহিতের ব্যাটে ভাঙল একাধিক রেকর্ড

রোহিতের আগে রয়েছেন বিরাট কোহলি। ১২০২ রান রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ অপরাজিত ১৬০ রানের ইনিংসে আছে তাঁর। কোহলির গড় ১৩৩.৫৫। কোহলি-রোহিত ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন আরও এক ভারতীয়। সেরা দশে স্থান পেয়েছেন ধাওয়ান। ১৯ ম্যাচে ৮৯৭ রান রয়েছে গব্বরের। ধাওয়ানের গড় ৪৯,৮৩। এবছর সর্বোচ্চ তাঁর ব্যাট থেকে এসেছে ১২৭ রান।

রোহিত এদিন আরও একটি নজির গড়েছেন। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি করেছন। এদিন ম্যাচের ১১ ওভারে জেসন হোল্ডারকে ছক্কা হাঁকিয়ে এই মাইলস্টোন স্পর্শ করেছেন।  ২১৮টি ছয় রয়েছে ধোনির ঝুলিতে। তালিকায় সবার ওপরে শহিদ আফ্রিদি (৩৫১টি), দ্বিতীয় স্থানে ক্রিস গেইল (২৭৫টি) ও তিনে সনথ জয়সূর্য (২৭০টি)।পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি ১৯৫টি ইনিংস নিয়েছিলেন ২০০টি ছয় মারতে। রোহিতের লাগত ১৮৭ টি ইনিংস।

ODI Virat Kohli Rohit Sharma
Advertisment