/indian-express-bangla/media/media_files/2025/05/02/XJ9malAOOnNhaqZieDhf.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
IPL 2025: বুধবার (১ মে) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০০ রানে জয়লাভ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Rajasthan Royals)। আর সেইসঙ্গে তারা পয়েন্টস টেবিলেও শীর্ষস্থানে উঠে এসেছে। এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma DRS controversy) একটি ঝকঝকে হাফসেঞ্চুরি করেন। কিন্তু, ম্যাচ চলাকালীন একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এমনকী, আম্পায়ারদের স্বজনপোষনের অভিযোগও উঠতে শুরু করেছে। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই ম্য়াচে টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ফজলহক ফারুকির একটি ডেলিভারি সোজা রোহিতের প্যাডে এসে লাগে। বোলারের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। এরপরই ঘটল বিপত্তি। সতীর্থ ওপেনার রায়ান রিকলটনের সঙ্গে DRS নেওয়ার ব্যাপারে শলাপরামর্শ করতে থাকেন রোহিত। কিন্তু, সময়ের হিসেব তাঁর ছিল না। নির্দিষ্ট সময়ের পর রোহিত DRS-এর আবেদন করেন। আর সেই আবেদন মেনেও নেন আম্পায়ার। আর এখানেই ঘটে বিপত্তি।
Rohit Sharma: ধোঁয়াশায় রাখা হচ্ছে রোহিতকে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
দেখে নিন সেই ভিডিও
Rohit Sharma took the DRS after time ran out. How can the Umpire allow him to use DRS after time expired? Will they allow this if it was a RR batter?
— 𝐁𝐑𝐔𝐓𝐔 (@Brutu24) May 1, 2025
Umpiring Indians 🤡 pic.twitter.com/cBFkiWiHzx
ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেছেন,রোহিতকে নাকি এই ম্য়াচে অযাচিত অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। কারণ, DRS-এর আবেদন করার জন্য বিসিসিআই একটা নির্দিষ্ট সময় (১৫ সেকেন্ড) বেঁধে দিয়েছে। সকলেই সেই সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা আম্পায়ারকে জানিয়ে দেন। কিন্তু, রোহিত শর্মা সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর DRS-এর আবেদন করেন। কিন্তু, তাঁর সেই আবেদনে কেন আম্পায়ার সাড়া দিলেন, তা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।
Rohit Sharma: আরেকটু হলেই ঘটত বিপদ, অল্পের জন্য বাঁচলেন রোহিত শর্মা
যদিও এই সুযোগের দুর্দান্ত সদ্ব্যবহার করেন রোহিত শর্মা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাঁকান একটি ঝকঝকে হাফসেঞ্চুরি (৩৬ বলে ৫৩ রান)। পাশাপাশি সতীর্থ ওপেনার রায়ান রিকলটনের সঙ্গে তিনি ১১৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। চলতি মরশুমে এটাই মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রানের ওপেনিং পার্টনারশিপ। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়কের ঝুলিতেও একটি ব্যক্তিগত রেকর্ড জমা পড়ে। আইপিএল ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ব্যাটার হিসেবে তিনি ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
Rohit Sharma Records: রোহিতের মুকুটে আরও এক পালক, IPL-এ কোন নয়া রেকর্ড গড়লেন হিটম্যান?
শেষ চারটে ম্য়াচের মধ্যে এই নিয়ে রোহিত শর্মা তৃতীয় হাফসেঞ্চুরি করলেন। যদিও ২০২৫ আইপিএল টুর্নামেন্টের শুরুটা তিনি একেবারেই ভাল করতে পারেননি।
Vaibhav Suryavanshi and Rohit Sharma: 'মন খারাপ করিস না', বড় দাদার মতো বৈভবকে বোঝালেন রোহিত
সম্প্রতি রোহিত শর্মার ব্যাটে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। উপহার দিচ্ছেন একের পর এক ম্য়াচজয়ী ইনিংস। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ৪৫ বলে অপরাজিত ৭৬ রান করেন। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করেছেন ৪৬ বলে ৭০ রান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি ৫ বলে ১২ রান করে আউট হয়ে গিয়েছিলেন বটে, কিন্তু বৃহস্পতিবার জয়পুরে ধামাকাদার কামব্যাক করলেন।