/indian-express-bangla/media/media_files/2025/04/27/ZFOifdEC3dovVvx1Ndku.jpg)
আচমকা দুর্ঘটনার মুখে পড়েছিলেন রোহিত শর্মা
Rohit Sharma Mumbai Indians: ফের মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের হতাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি মায়াঙ্ক যাদবকে জোড়া ছক্কা হাঁকিয়ে হাওয়া গরম করে দিয়েছিলেন। আশা করা হচ্ছিল, এই ম্য়াচে হয়ত তাঁর ব্যাট থেকে একটা বড় ইনিংস দেখতে পাওয়া যাবে। কিন্তু, শেষপর্যন্ত ৫ বলে ১২ রান করে ফিরে যান তিনি। কিন্তু, এই ম্য়াচে আচমকা একটি দুর্ঘটনার সাক্ষী হচ্ছিলেন 'মুম্বই চা রাজা'। আরেকটু হলেই ঘটত অঘটন। আসুন, বিস্তারিত এই ব্যাপারে জেনে নেওয়া যাক।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জেতেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শুরু হয় খেলা। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রায়ান রিকলটন এবং রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন প্রিন্স যাদব। উলটো দিকে তখন মারমুখী মেজাজে রয়েছেন রিকলটন। ওভারের চতুর্থ বলটা ফুলটস ডেলিভারি ছিল। রিকলটন সটান একটি স্ট্রেট ড্রাইভ করেন। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। বলটা তাঁর বুকের একেবারে পাশ দিয়ে আগুন গতিতে বেরিয়ে যায়।
Rohit Sharma: ধোঁয়াশায় রাখা হচ্ছে রোহিতকে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
রোহিত কোনওক্রমে মুখটা সরিয়ে নেন। কিন্তু, শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি তিনি। মাটিতে পড়ে যান তিনি। তবে সঠিক সময়ে রোহিত যদি না সরতেন, তাহলে নিশ্চিতভাবে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও শেষপর্যন্ত তেমন কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হয়নি মুম্বই সমর্থকদের।
হাফসেঞ্চুরি রিকলটনের
রোহিত ফিরে গেলেও রায়ান রিকলটন একেবারে আগুন ফর্মে আপাতত রয়েছেন। মাত্র ২৫ বলে তিনি হাফসেঞ্চুরি করেছেন। ইতিমধ্যে তিনি ৫ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের রানের গতিও কার্যত রোলার-কোস্টারের গতিতে এগিয়ে চলেছে। রায়ানের সঙ্গে আপাতত ব্যাট করছেন রিয়ান রিকলটন। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স এক উইকেট হারিয়ে ৮৫ রান করেছে। শেষপর্যন্ত এই রানের গতি কোথায় গিয়ে থামে, সেটাই আপাতত দেখার।