Rohit Sharma-Congress: রোহিত শর্মাকে 'মোটা' বলে নিজেই সমালোচিত কংগ্রেস নেত্রী, দল করল নিষেধাজ্ঞা জারি

Rohit Sharma-Shama Mohamed: রোহিত শর্মাকে 'মোটা' বলায় কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক, দ্রুত পোস্ট মুছে ফেলার নির্দেশ দলের। তীব্র সমালোচনা বিজেপির।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma-Shama Mohamed: রোহিত শর্মা ও শামা মহম্মদ

Rohit Sharma-Shama Mohamed: রোহিত শর্মা ও শামা মহম্মদ। (ছবি- ফেসবুক)

Congress Leader Faces Backlash for Fat-Shaming Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে আলটপকা মন্তব্য করে বিজেপির কাঠগড়ায় কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। এই ইস্যুতে বিপাকে পড়া নেত্রীর পাশে দাঁড়াল না তাঁর দল কংগ্রেসও। উলটে, যে পোস্টে তিনি রোহিত শর্মাকে 'মোটা' বলে কটাক্ষ করেছিলেন, সেই পোস্টই মুছে ফেলতে বাধ্য করল শতাব্দীপ্রাচীন দল। পরিস্থিতি বেগতিক বুঝে ওই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। শুধু তাঁর পোস্ট মোছানোতেই ক্ষান্ত হয়নি কংগ্রেস। সূত্রের খবর, ওই দলীয় মুখপাত্রের ওপরও জারি হয়েছে নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা।

Advertisment

ঠিক কী বলেছিলেন, কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ? তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে 'ক্রীড়াবিদ হিসেবে বেশ মোটা! ওঁর ওজন কমানো দরকার!' এবং 'ভারতের ইতিহাসে সবচেয়ে আকর্ষণহীন' অধিনায়ক বলেও ওই পোস্টে দাবি করেছেন। এই পোস্ট ব্যাপক বিতর্ক তৈরি করলে, বাধ্য হয়ে কংগ্রেস দ্রুত হস্তক্ষেপ করে এবং শামা মহম্মদকে ওই পোস্ট মুছে ফেলতে নির্দেশ দেয়।

'বডি-শেমিং' এর অভিযোগ

ততক্ষণে অবশ্য বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছিল। কংগ্রেস মুখপাত্রের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবির টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের 'বডি-শেমিং' হয়েছে বলে অভিযোগ তোলে। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরাও। একজন রোহিত-ভক্ত ভারতীয় দলের অধিনায়ককে 'বিশ্বমানের খেলোয়াড়' বলে রোহিতের মান কীরকম, সেটা কংগ্রেস মুখপাত্রকে বুঝিয়ে দেন। 

Advertisment

শামা মহম্মদ অবশ্য রোহিতকে বিশ্বমানের খেলোয়াড় বলে মানতে চাননি। তিনি শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, বিরাট কোহলি ও কপিল দেবের মত ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে রোহিতের তুলনা করায় টিম ইন্ডিয়ার অধিনায়কের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে কংগ্রেস মুখপাত্র বলেন, 'ওঁকে যখন পূর্বসূরিদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তখন রোহিত কীভাবে বিশ্বমানের খেলোয়াড় হতে পারে? ও আসলে একজন সাধারণ মানের অধিনায়ক। ও একজন সাধারণ মানের খেলোয়াড়। কপালজোরে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছে।'

আরও পড়ুন- পরের ম্যাচে বরুণ বাদ? নিউজিল্যান্ডের হেনরিও ৫ উইকেট নিয়েছেন, তবে কেন চক্রবর্তীকে নিয়ে এত উচ্ছ্বাস!

পালটা বিজেপি নেত্রী রাধিকা খেরা কংগ্রেসের বিরুদ্ধে, 'দশকের পর দশক ধরে ক্রীড়াবিদদের অপমান করা'র অভিযোগ করেছেন। তিনি বলেছেন, 'এটা হল সেই কংগ্রেস, যারা দশকের পর দশক ধরে ক্রীড়াবিদদের অপমান করেছে, তাঁদের স্বীকৃতি দেয়নি, আর এখন একজন ক্রিকেট কিংবদন্তিকে নিয়ে উপহাস করার সাহস দেখাচ্ছে! যারা পরিবারতন্ত্রের ওপর নির্ভর করে, তারাই কি না একজন নিজের থেকে উঠে আসা চ্যাম্পিয়নকে জ্ঞান দিচ্ছে!' এতেই থামেননি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া রাধিকা। তিনি বলেন, 'রাহুল গান্ধি তো তাঁর নিজের দলকেই নেতৃত্ব দিতে পারছেন না, আর সেখানে রোহিত শর্মা ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন।'

bjp CONGRESS Rohit Sharma Cricket News Indian Cricket Team controversy