Advertisment

বিশ্বকাপ হারানোর অনুশোচনায় এখনও দগ্ধ রোহিত

বিশ্বকাপে পাঁচ শতরান, ওপেনিংয়ের অভিষেকেই দ্বিশতরান- রোহিত শর্মা মানেই বাইশ গজে নজিরের ছড়াছড়ি। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই কোহলিদের আবার ছুটতে হবে নিউজিল্যান্ডে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

রোহিত শর্মা (টুইটার)

ব্যাটে রানের বন্যা। ক্রিজে নামলেই ব্যাটে ঝড়। ২০১৯ সাল হয়ে থাকছে রোহিতের। ওডিআই কেরিয়ারে এক বর্ষে সর্বোচ্চ রান করার কৃতিত্বও অর্জন করার পাশাপাশি শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার সনৎ জয়সূর্যের রেকর্ড ভেঙে দিলেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিত ব্যাট থেকে ২০১৯ সালে বেরিয়েছে ১০ শতরান সহ ২৪৪২ রান।

Advertisment

সীমিত ওভারের ক্রিকেটে নিজের রাজত্ব বজায় রাখার সঙ্গেই টেস্টেও ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। টেস্টের ওপেনিং স্লটে রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে পারফর্ম করার পরে নির্বাচকদেরও চিন্তা কমেছে।

আরও পড়ুন ব্যাট হাতে জাদেজার ফর্ম ভরসা জোগাচ্ছে সৌরভকে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সিরিজের সেরা হিটম্যান। তিন ম্যাচে রোহিত একাই করেছেন ২৫৮ রান। তারপরেই রোহিত জানিয়ে দিয়েছেন তাঁর আক্ষেপের কথা। কটকে সিরিজ নির্ধারক ম্যাচের পরে রোহিত সাংবাদিকদের জানান, "বছরটা দারুণ হওয়ায় কৃতজ্ঞ। বিশ্বকাপ জয় নিঃসন্দেহে দুরন্ত কীর্তি হত। তবে লাল হোক বা সাদা বলের ক্রিকেট দল হিসেবে টিম ইন্ডিয়া নিজেদের মেলে ধরেছে।"

বিশ্বকাপে পাঁচ শতরান, ওপেনিংয়ের অভিষেকেই দ্বিশতরান- রোহিত শর্মা মানেই বাইশ গজে নজিরের ছড়াছড়ি। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই কোহলিদের আবার ছুটতে হবে নিউজিল্যান্ডে। কিউয়িদের চ্যালেঞ্জ নেওয়ার আগে রোহিত জানাচ্ছেন, "ব্যক্তিগতভাবে ব্যাট হাতে ক্রিজে গিয়ে খেলাটা দারুণ উপভোগ করছি। তবে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সামনে আরও একটা উত্তেজক বছর অপেক্ষা করছে। নিজের ব্যাটিংয়ের খুটিনাটি আমি বুঝি। নিজের সামর্থ্য অনুযায়ীই পারফরম্যান্স মেলে ধরতে চাই। মাঠে গেমপ্ল্যান কার্যকর করাটাই আসল বিষয়।"

আরও পড়ুন শার্দূল ঠাকুরের ভূয়সী প্রশংসায় কোহলির মারাঠি ভাষায় টুইট

সেই সঙ্গে রোহিতের সংয়োজন, "টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাটাও চ্যালেঞ্জ ছিল। ঘটনা হল, বিদেশে মাঠে নামলে জয় এবং পয়েন্ট তালিকার শীর্ষে থাকাই আমাদের লক্ষ্য থাকে।"

কটকের রূদ্ধশ্বাস থ্রিলারে জাদেজা, শার্দুল ঠাকুরের ব্যাটে জয় পেয়েছে ভারত। সাংবাদিক সম্মেলনে রোহিত নিজের ওপেনিং পার্টনার লোকেশ রাহুল তো বটেই শার্দুল ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, "সিরিজ নির্ণায়ক ম্যাচ ছিল কটকে। তাই আমাদের জিততেই হত। বরাবরই দেখেছি কটকের পিচ ব্যাটিং সহায়ক। আমরা ব্যাট করতে নেমে রান তোলায় নজর দিয়েছিলাম। শার্দুলের পুল শট দারুণ লেগেছে। যদিও ওটা টপ এজ ছিল।"

Read the full article in ENGLISH

West Indies Rohit Sharma
Advertisment