Rohit Sharma to retire: অবসর নেওয়ার পথে ক্যাপ্টেন রোহিত শর্মা! খারাপ সময়ে ট্রিগার টিপলেন আগারকার

Boxing Day Test: গোটা সিরিজেই চূড়ান্ত ব্যর্থ ক্যাপ্টেন রোহিত শর্মা। নেতা হিসেবে তো বটেই ব্যাট হাতেও দলকে আর আস্থা জোগাতে পারছেন না। এমন অবস্থায় আলোচনায় বসছেন অজিত আগারকার।

Boxing Day Test: গোটা সিরিজেই চূড়ান্ত ব্যর্থ ক্যাপ্টেন রোহিত শর্মা। নেতা হিসেবে তো বটেই ব্যাট হাতেও দলকে আর আস্থা জোগাতে পারছেন না। এমন অবস্থায় আলোচনায় বসছেন অজিত আগারকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা। Photograph: (ছবি- টুইটার)

Rohit Sharma to have discussion with Ajit Agarkar: অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার টেস্ট এবং একদিনের দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। 'অজিত আগরকর'-এর প্রসঙ্গ তুলে এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪র্থ টেস্টের ২য় দিনে মাত্র ৩ রানে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

Advertisment

এই নিয়ে ফের রোহিত বড় স্কোর করতে ব্যর্থ হলেন। শুক্রবার রোহিতের এই হতাশাজনক পারফরম্যান্সের পরই তাঁর অবসরের জল্পনা তীব্র হয়েছে। শেষ চার ইনিংসে মাত্র ২২ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সিরিজের পর রোহিত টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে পারেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচক অজিত আগরকার এখন মেলবোর্নে আছেন। তিনি সম্ভবত রোহিতের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে, যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়, তবে রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর অপরাধ করেও টাকা দিয়ে রেহাই, 'ঠুঁটো" ICC-কে একহাত ভন-ওয়াহ'র

Advertisment

সিরিজ আপাতত ১-১। সেই কারণে ভারত-অস্ট্রেলিয়া, দুই দলই মেলবোর্নে জিততে মরিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা ভারতের শেষ দুটি টেস্ট ম্যাচের একটি। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)-এর ফাইনালে উঠতে গেলে, এই টেস্ট ম্যাচ জিততেই হবে।

যাঁদের নামে চলতি সিরিজের নামাঙ্কন, সেই দুই কিংবদন্তি ক্রিকেট তারকাদের অন্যতম সুনীল গাভাসকর শুক্রবার দায়সারা শট খেলে আউট হওয়ায় রোহিতের কড়া সমালোচনা করেছেন। বক্সিং ডে টেস্টের এই আউট রোহিতের ফুটওয়ার্কের ত্রুটি তুলে ধরেছে বলেই গাভাসকরের মত।

৩৭ বছর বয়সি রোহিত সিরিজের আগের দুটো টেস্টে ছয় নম্বরে নেমেছিলেন। মেলবোর্নে তিনি ওপেন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওপেন করেছেনও, কিন্তু ব্যর্থ হয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রথম ইনিংসে রোহিত ১২ বল খেলেছেন। তারমধ্যেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হয়েছেন। অফের বাইরে শর্ট-অফ-লেংথ ডেলিভারিতে হাফ-পুল শট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, স্ট্রোকের সময় ভুল ছিল। ফলে, ক্যাচ মিড-অনে স্কট বোল্যান্ডের কাছে পৌঁছয়।

গাভাসকার জানিয়েছেন, এই শটে অনেক ত্রুটি ছিল। একইসঙ্গে কিংবদন্তি ক্রিকেটার বোঝানোর চেষ্টা করেছেন য়ে কামিন্সের বিরুদ্ধে রোহিত সাম্প্রতিক সময়ে খেলতেই পারেননি। এই ব্যাপারে গাভাসকার বলেছেন, 'ও হামেশাই সামনে পা টেনে এরকম শট খেলে। আমার মনে হয়, পুল শট খেলা যাবে কি না, এটা এই দুটো বিষয়ের ওপর নির্ভর করছে। তার বদলে ও বলটায় টোকা দিয়ে ক্যাচিং অনুশীলন করাল। ৩৬-৩৭ বয়স হলে আর দীর্ঘদিন ক্রিকেট না খেললে, এমন ভাবেই আউট হতে হয়।'

BCCI Rohit Sharma Indian Cricket Team Indian Team Ajit Agarkar India Cricket Team Team-India Team India Team India