Rohit Sharma vs Gautam Gambhir: Rift in Indian Cricket Camp: সংঘাত চরমে রোহিত গম্ভীরের! টিম ইন্ডিয়ার বিভাজন নিয়ে বিরাট আপডেট পাকিস্তান থেকে

Rohit Sharma vs Gautam Gambhir: গম্ভীরের জমানায় কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। বারবার ব্যর্থতা সঙ্গী হয়েছে রোহিতদের। মুখ খুললেন এবার বাসিত আলি।

Rohit Sharma vs Gautam Gambhir: গম্ভীরের জমানায় কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। বারবার ব্যর্থতা সঙ্গী হয়েছে রোহিতদের। মুখ খুললেন এবার বাসিত আলি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gambhir Rohit rift

Gambhir Rohit rift: গম্ভীরের কোচিংয়ে সাফল্য অধরা টিম ইন্ডিয়ার (টুইটার)

Rohit Sharma vs Gautam Gambhir: Rift in Indian Cricket Camp Confirmed by Ex-Cricketer: অস্ট্রেলিয়া সফরে গিয়ে পারথ টেস্টের পর কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না টিম ইন্ডিয়ার। ব্যাটে শোচনীয়ভাবে একের পর এক মহারথীরা নিয়মিত ব্যর্থ হচ্ছেন। বোলিংয়ে জসপ্রীত বুমরা বাদে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।

Advertisment

এমন অবস্থায় পাকিস্তান থেকে বাসিত আলি বলে দিলেন, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং হেড কোচ গম্ভীরের মধ্যে কার্যত কোনও তালমিলই নেই।

জুলাই মাসে টি২০ বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। তারপর গৌতম গম্ভীরের জমানায় ব্যর্থতারই যেন পাল্লা ভারি হয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হেরে এসেছে টিম ইন্ডিয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা সইতে হয়েছে।

আরও পড়ুন: আশা প্রায় খতম ভারতের! বৃষ্টিতে গাব্বায় বেঁচে গেলেও ফাইনাল হবে হাতছাড়া

Advertisment

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলে দিয়েছেন, "রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যে মতানৈক্য তৈরি হচ্ছে। সেটা দুর্বল শ্রীলঙ্কা, বাংলাদেশ সিরিজ হোক বা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগে রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিতের যেমন মিল থাকত, তেমনটা অস্ট্রেলিয়ায় দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে দেখা যায়নি।"

কেন এরকম মনে করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। বলেছেন, অজি ব্যাটিং লাইন আপে তিনজন বাঁ হাতি ব্যাটার থাকায় অশ্বিন অথবা ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারত ভারত। যে দুইজন আবার প্ৰথম দুই টেস্টে সুযোগ পেয়েছিলেন। বদলে ভারত ব্রিসবেনে জাদেজাকে এগারোয় রেখেছে।

বাসিতের ব্যাখ্যা, "তিন ম্যাচেই আলাদা আলাদা স্পিনার খেলিয়েছে ওঁরা। প্ৰথম দুই ম্যাচে টস জিতে ভারত ব্যাটিং নিয়েছিল। ব্রিসবেনে ওঁরা বোলিং নিয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তিন জন বাঁ হাতি রয়েছে। তাহলে অশ্বিন অথবা ওয়াশিংটন নয় কেন? যাঁরা নূন্যতম ক্রিকেট বোঝে, তাঁরাই এই বিষয়ে কথা বলবেন।"

ভারতের বোলিং পুরোটাই জসপ্রীত বুমরা নির্ভর। এমন অবস্থায় শুরুতে বোলিং নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, "প্ৰথমে বল নেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? একদম নয়। বুমরার ওপর ওঁরা পুরোটাই নির্ভর করছে। বাকিরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। যদি আমি বলি বুমরা বনাম অস্ট্রেলিয়া- অনেকটা সঠিক হবে। একইভাবে লড়াইটা অনেকটা ট্র্যাভিস হেড বনাম ভারত হয়ে দাঁড়িয়েছে। রোহিত, মর্কেল, গৌতম গম্ভীর- কেউই এই সমস্যার সমাধান করতে পারছেন না।"

"ভারতের প্ৰথম একাদশে কোনও বাঁ হাতি বোলার নেই। পাকিস্তানের মির হামজা বা শাহিন আফ্রিদি কোন তৈরি করে হেডকে আউট করেছিল। এই কারণেই বুমরা রাউন্ড দ্য উইকেটে বল করতে বাধ্য হচ্ছে ট্র্যাভিস হেডের বিপক্ষে।"

Gautam Gambhir Rohit Sharma Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India