Advertisment

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ 'ওপেনার' রোহিত

দক্ষিণ আফ্রিকা বনাম বোর্ড সভাপতি একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচে নজর ছিল রোহিতের উপরে। সেখানে ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন তিনি। ২ বলে রানের খাতা না খুলেই আউট তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
rohit sharma

ব্যাটে ব্যর্থ রোহিত শর্মা (টুইটার)

টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মার প্রত্যাবর্তন ঘটছে কয়েকদিন পরেই। ওপেনার হিসেবে প্রোটিয়াজ বোলারদের মোকাবিলা করতে হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলতে নেমে একেবারেই রান পেলেন না রোহিত। ২ বল খেলে আউট হয়ে গেলেন তিনি। যা নিয়ে টেস্ট শুরুর আগে আশঙ্কা রয়েই গেল।

Advertisment

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা খেলা শুরু হয়েছিল বৃহস্পতিবারে। প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে ২৭৯/৬-এ খেলা ডিক্লেয়ার করে দেয় প্রোটিয়াজরা। জবাবে ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত-মায়াঙ্ক আগারওয়াল। তবে রোহিতের ইনিংস ২ বলের বেশি টেকেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভার্নন ফিলান্ডারের বলে হেনরিচ ক্লাসেনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

আরও পড়ুন আমার মতো ভুল করো না, রোহিতকে পরামর্শ লক্ষ্মণের

যাইহোক, টেস্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের হয়ে রান পেয়েছেন তেম্বা বাভুমা। তিনি ১২৭ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। টেস্ট শুরুর আগে বাভুমার এই ইনিংস নিঃসন্দেহে তাঁকে আত্মবিশ্বাস জোগাবে। ভারতীয় বোলারদের মধ্য়ে সফলতম রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াজ নেতা ডুপ্লেসিস সহ তিন শিকারই তাঁর। জসপ্রীত বুমরার পরিবর্তে স্কোয়াডে ঢোকা উমেশ যাদব এবং বাংলার ইশান পোড়েল একটি করে উইকেট পেয়েছেন।

আরও পড়ুন রোহিত টেস্ট একাদশের বাইরে, ভাবতেই খারাপ লাগছে: রাহানে

প্রতিবেদন লেখা পর্যন্ত বোর্ড সভাপতি একাদশ ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ তুলেছে। রোহিত বাদে আউট হয়েছেন অন্য ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৩৯) এবং বাংলার অভিমন্যু ঈশ্বরণ (১৩)। হাফসেঞ্চুরি করে ক্রিজে ব্যাটিং করছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল (৫৩)। ক্রিজের অন্যপ্রান্তে রয়েছেন করুণ নায়ার (২৪ বলে ১০)।

Read the full article in ENGLISH

Test cricket Rohit Sharma
Advertisment